
ব্রিগেড সমাবেশ প্রভাব ফেলবে না ভোটবাক্সে, দাবি বিরোধীদের
মালদা, ২২ এপ্রিল– ভোটের ঢাকে কাঠি পড়েছে। ক্ষমতা দখলে মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল।চলছে জোরকদমে প্রচার। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত বিপাকে পড়েছে। এই সুযোগে জনসমর্থন আদায়ে ভোটের মাঠে প্রধান দুই প্রতিপক্ষ গেরুয়া ও বাম শিবির। সাম্প্রদায়িকতার আঁচ উসকে বিজেপি যেমন বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করেছে। তেমনই বামেদের হাতিয়ার শিক্ষক বাতিল,…