
Babla Sarkar খুনে মূল অভিযুক্ত রোহান গ্রেপ্তার
Babla Sarkar খুনে মূল অভিযুক্ত রোহান গ্রেপ্তার মালদা, ২৫ এপ্রিলঃ Babla Sarkar দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লো তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন। বিহারের কাটিহার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে আদালতে পেশের পর পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর বাবলা খুনের…