ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ৩১ মেঃ সারা রাত ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার তাণ্ডবের পর শনিবার সকালে কেরলে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু৷ ২০মে আবহাওয়া অফিস জানিয়েছিল আগামী ৪-৪ দিনের মধ্যে দেশে বর্ষা (Monsoon) আসবে৷সেই পূর্বাভাস মিলে গিয়েছে। এদিন মৌসম ভবন জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে আট দিন আগেই দেশে বর্ষার আগমন হয়েছে৷
এর আগে ২০০৯ সালের ২৩ মে সাতদিন আগে বর্ষা এসেছিল কেরলে৷ অর্থাৎ ১৬ বছর পর চলতি বছরে আটদিন আগে দেশে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু৷ তবে সময়ে প্রবেশ করলেও বর্ষার শুরুতেই কেরলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়৷ দুর্যোগের জেরে এখন পর্যন্ত প্রাণ গিয়েছে ৩১ জনের।
আশঙ্কা আরও বাড়িয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের আটটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে৷ পাথানামথিট্টা, আলাপ্পুঝা, কোয়াট্টাম, এর্নাকুলাম, লুদিক্কি, ত্রিসুর, কান্নুর এবং কাসাগোদা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পার৷ এই জেলাগুলিতে লাল সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস৷
জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে৷ তাছাড়া বহু জায়গায় বাড়িও ভেঙে গিয়েছে৷ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যার মধ্যে আরও সাতজনের প্রাণ গিয়েছে৷শনিবার সকাল থেকেও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অঝোর ধারায় বৃষ্টি। জল জমেছে রাস্তাপথে। সবমিলিয়ে গত কয়েকদিনে বেড়েছে মৃতের সংখ্যাও। শনিবার পর্যন্ত কেরলের বিভিন্ন এলাকা মিলে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।শুধু তাই নয়, প্রশাসনের একটি সূত্র বলছে, প্রবল ঝড়-বৃষ্টির জেরে ফসলের জমিও নষ্ট হয়েছে৷ কয়েকটি জেলার সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে প্রশাসন ৷
বিপর্যয়ের পরেই উদ্ধারের কাজও শুরু করেছে প্রশাসন৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সরকার ৫৯টি ত্রাণ শিবির শুরু করেছে৷ সেখানে ১২০০ জন আশ্রয় নিয়েছেন৷ রাজ্যের বিভিন্ন জায়গার পরিস্থিতি কেমন তা জানতে তৎপর প্রশাসন৷ কোথাও পরিস্থিতি খারাপ হয়েছে খবর পেলেই উদ্ধারকারীদের সেখানে পাঠানো হচ্ছে৷ গত বছর ভরা বর্ষায় কেরলের ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসের ঘটনায় প্রায় ৪০০ জনের প্রাণ গিয়েছিল৷ এবারও বর্ষার শুরুতেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হল কেরলে৷কেরলে সময়ের আগে বর্ষা প্রবেশ করলেও বাংলা নিয়ে তেমন কোনো ভবিষ্যতবাণী করতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে মনে করা হচ্ছে, আগামী সপ্তাহেই এরাজ্যে বর্ষার আগমন হতে পারে।
Sabina bitorko চাকরি দলের ছেলেদেরই দেব, বিতর্কে সাফাই মন্ত্রী সাবিনার
I and also my buddies came following the great secrets from your web site then all of a sudden got a terrible feeling I never expressed respect to the website owner for those strategies. All of the men appeared to be for this reason warmed to read all of them and have absolutely been tapping into those things. Many thanks for getting really considerate and for opting for certain exceptional useful guides millions of individuals are really needing to understand about. My personal honest apologies for not expressing appreciation to you earlier.