আমাদের কিছু নিয়ম নীতি

Who We Are?

 

১. সাংবাদিক বন্ধুরা আমাদের whatsapp এ খবর পাঠাতে পারবেন।

২. আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সেটা আগে আমাদের জানাবেন, অনথ্যা আপনার নাম সহ খবরটি আমরা প্রকাশ করিব।

৩. আমাদের হাউস থেকে আপনার উপর খবরের কোন চাপ থাকবে না। আপনি আপনার পছন্দমতো খবর কাভারেজ করতে পারেন। আপনি যেভাবে চাইবেন সেইভাবেই আমরা খবরটি প্রকাশিত করিব।

৪. কোনো পত্রিকার বা ওয়েবসাইটের খবর কপি করলে তার সম্পূর্ণ দ্বায়ভার আপনার, এ ব্যপারে হাউস কোনোভাবেই আপনাকে সাপোর্ট করবেনা। কোনো খবরের সত্যতা এবং গুরুত্ব না জেনে খবর প্রকাশ করবেন না।

৫. আমরা বর্তমানে আপনাদের আর্থিকভাবে সাহায্য করতে অপারগ। তবে খুব তাড়াতাড়ি আর্থিক সংস্থান করে আপনাদের সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করা হবে, তবে তা যথেষ্ট সময়সাপেক্ষ।

৬. আমাদের আই ডি কার্ড পাওয়ার পর আপনি আপনার এলাকায় আমাদের প্রতিনিধি হিসাবে সবরকম রাজনৈতিক, অরাজনৈতিক, সরকারি এবং বেসরকারি সংস্থার বিজ্ঞাপণ সংগ্রহ করতে পারবেন।

৭. বিজ্ঞাপণ-এর ৫০% টাকা আপনারা পাবেন।

৮. আমাদের সাথে কাজ করার এক মাসের মধ্যে আমাদের ওয়েবসাইট-এ আপনার ছবি সহ নাম প্রকাশিত হবে। এবং নিয়মিত কাজ কীলে চার মাসের মধ্যে আপনি পাবেন আমাদের হউসের সচিত্র পরিচয়পত্র। আপনার খবরের ব্যাপ্তি এবং নিয়মিত খবর প্রকাশের উপর নির্ভর করে এক বছরের মধ্য আপনি পেতে পারেন আমাদের নিজস্ব নিউজ বুম।

৯. কোনো জেলায় আমাদের একাধিক সাংবাদিক থাকলে কর্মক্ষমতার ভিত্তিতে একজনকে জেলা প্রতিনিধি এবং বাকিদেরকে আঞ্চলিক প্রতিনিধির পরিচয়পত্র দেওয়া হবে।

১০. জেলা প্রতিনিধি অথবা আঞ্চলিক প্রতিনিধিরা নিজ জেলায় আমাদের ব্রাঞ্চ অফিস খোলার জন্য আবেদন করতে পারেন এবং নিজ জেলায় আমাদের হাউসের সর্বময় কর্তা হতে পারেন।

১১. কোন খবর কোথায় এবং কিভাবে প্রকাশিত হবে বা হবেনা তা সম্পূর্ন অফিসের নিজস্ব সিদ্ধান্ত।

১২. আমরা প্রায় সামাজিক, সাংস্কৃতিক বা প্রতিযোগীতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আপনার এলাকাতে এই সকল অনুষ্ঠান আয়োজনের দ্বায়িত্ব আপনাকে নিতে হবে। অবশ্য সেই ক্ষেত্রে আপনি আর্থিক সাহায্য পাবেন।

১৩. আমরা তিন বছর থেকে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে আসছি। আপনারা নিজ এলাকার জন্য শর্তসাপেক্ষে সেই প্রকাশনার দ্বায়িত্ব নিতে পারেন।

সুখে-দুঃখে এবং সকল প্রয়োজনে আমরা আছি আপনার পাশে। আপনারাও এগিয়ে এসে আমাদের এই সাফল্যের সরণিতে পা মেলাবেন -এই আমাদের আশা। আপনার কর্মজীবন হয়ে উঠুক সুন্দর এবং সমৃদ্ধ। আমাদের পরিবারের সদস্য হিসেবে আপনাকে পেলে আমরা গর্বিত হব। নিকট ভবিষ্যতে আপনি হয়ে উঠবেন আমাদের চালিকাশক্তি।

ইতি
আসাদুল হক
(ডিজিটাল বেঙ্গল মিডিয়া গ্রুপ)

CONTACTS: