PM প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশ ভোজে যোগ দিলেন অভিষেক

pm modi

pm modi প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশ ভোজে যোগ দিলেন অভিষেক

pm modi ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, ১১ জুনঃ মঙ্গলবার রাতে  দিল্লিতে যোগ দিলেন  ডায়মন্ড হারবারের সাংসদ  তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি এই অনুষ্ঠানে  হাজির হয়েছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমন্ত্রণ পাওয়ার পরেই  মঙ্গলবার সন্ধ্যায়  অভিষেক দিল্লি পৌঁছে যান। সেখানেই  অন্য একাধিক রাজনৈতিক দলের নেতৃত্বে পাশাপাশি তিনি যোগদান করেন প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজে।
কাশ্মীরে  জঙ্গিদের হাতে  পর্যটকের নৃশংস হত্যার পরেই  হত্যাঘাত করে ভারত। তছনছ করে দেওয়া হয়  পাকিস্তানে থাকা একাধিক  জঙ্গি ঘাঁটি। জঙ্গি দমনে  ভারতের এই সাফল্য তুলে ধরার জন্য সর্বদলীয় একটি প্রতিনিধি দল একাধিক বিদেশি রাষ্ট্রে  যাই। সাতটি দলে বিভক্ত ওই প্রতিনিধলে  মোট ৫৯ জন  রাজনৈতিক কূটনৈতিক প্রতিনিধিরা ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের  ৩৩ টি দেশ ছাড়াও  আরো একাধিক দেশ  ভ্রমণ করে   জঙ্গি দমনে ভারতের সাফল্যের কথা  তুলে ধরেন প্রতিনিধি সদস্যরা।
                                    প্রতিনিধি সদস্যরা  বিভিন্ন দেশে গিয়ে জানান, দীর্ঘদিন ধরেই  পাকিস্তানি মজাতে  ভারতে সন্ত্রাসবাদ চলছে। এর আগে একাধিক জায়গায় পাকিস্তানি মদতপুষ্ঠ সন্ত্রাসীরা  হামলা চালিয়ে বহু সাধারণ মানুষ ও ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের  হত্যা করেছে। সন্ত্রাসবাদ দমনে  ভারত উপযুক্ত পদক্ষেপ করেছে। সম্প্রতি অপারেশন সিদুরের মাধ্যমে  সেই বার্তা তুলে ধরতেই  বিদেশ ভ্রমণ করেন  ভারতীয় রাজনীতিবিদদের সর্বদলীয় প্রতিনিধিদল। সারা বিশ্বজুড়ে  যে সন্ত্রাসবাদ চলছে  তার মদতদাতা  পাকিস্তানের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রের কাছে  আবেদন জানান সর্বদলীয়  প্রতিনিধিরা।
pm modi pm modi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *