Gujrat plane crush ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ২৪২
ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, ১২ জুনঃ আকাশে ওড়ার ঠিক পরই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান । গুজরাতের আমদাবাদ থেকে লন্ডনগামী ওই বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে। সূত্রের খবর, দুর্ঘটনার মাত্র কয়েক মিনিট আগে উপস্থিত দুই পাইলট ‘মে-ডে’ বার্তা পাঠান, কিন্তু কোনও সাড়া মেলেনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-এর পক্ষ থেকে, এমনটাই জানিয়েছে Direct orate General of Civil Aviation।
Mamata Banarjee বিধানসভায় মমতার বক্তব্য নিয়ে তৈরি হচ্ছে বই
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার) বিমানটি দুপুর ১টা ৩৯ মিনিট নাগাদ আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ২৩ থেকে টেক-অফ করে। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল এটি। উড়ানের পর মুহূর্তেই আগুন লেগে যায়। বিমানে উপস্থিত সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।দুর্ঘটনার একটি ১৭ সেকেন্ডের ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিমানটি এক আবাসিক এলাকায় ভেঙে পড়ছে। জানা যাচ্ছে, আমদাবাদের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে বিমানের অংশ পড়ে। হস্টেলে ক্যান্টিন সেসময় খাচ্ছিলেন অনেকে। ২০ জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা রয়েছে।বিমানটিতে ১৪২জন মতো যাত্রী ভারতীয় ছিলেন। বাকিরা সকলেই ছিলেন বিদেশী যাত্রী
এদিকে এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ ১২ জুন ২০২৫, ফ্লাইট AI171, আমদাবাদ-লন্ডন গ্যাটউইক রুটে চলাকালীন একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। সমস্ত তথ্য দ্রুত ওয়েবসাইট ও অফিসিয়াল X হ্যান্ডেলে শেয়ার করা হবে।’
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মালদায় তৃণমূলের মহা মিছিল
উল্লেখ্য, ‘মে-ডে’ একটি আন্তর্জাতিক জরুরি সংকেত যা বেতার বার্তার মাধ্যমে জানানো হয়, যখন বিমানে বিরাট কোনও বিপদ ঘটে। তখন মূলত এই সংকেত পাঠানো হয়। সূত্র বলছে, এক্ষেত্রেও পাঠানো হয়েছিল কিন্তু এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।
দুর্ঘটনার সময় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি উপস্থিত ছিলেন বিমানে।ব্যবসায়িক কাজে তিনি লণ্ডনে জাচ্ছিলেন। মনে করা হচ্ছে দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন। যদিও এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। চলছে জোর তল্লাশি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্সের কোনো সন্ধান পাওয়া যায়নি। সেটি উদ্ধার হলে দুর্ঘটনার কারণ নিশ্চিত করা যাবে।
এদিকে সাম্প্রতিককালের এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রীসভার সদ্বস্যদের গুজরাটে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেইমতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও ওই এলাকায় যাবেন বলে জানা গিয়েছে। Gujrat plane crush
Digital Bengal TV Live
https://server.playontv.in/digitalbengaltv/index.m3u8
70918248
References:
Where To Buy Anabolic Steroids Online, https://Www.Yielddrivingschool.Ca,
70918248
References:
did Arnold schwarzenegger take steroids; www2.crunchytrends.com,
how to get amoxil without a prescription – order amoxil generic buy amoxicillin pill
buy fluconazole without prescription – buy fluconazole 100mg sale buy generic fluconazole
order cenforce 100mg – https://cenforcers.com/ purchase cenforce generic
what does cialis do – https://ciltadgn.com/# cialis strength
buying generic cialis online safe – cialis sublingual canadian pharmacy ezzz cialis
buy zantac 150mg – buy ranitidine 150mg generic where to buy zantac without a prescription
order viagra pills online – sildenafil citrate 100mg en es buy viagra birmingham
This is the compassionate of writing I truly appreciate. https://buyfastonl.com/furosemide.html