Crocodile | নবদ্বীপের ভাগিরথী নদীর ঘাটে কুমী্র

Crocodile

ডিজিটাল বেঙ্গল, নদীয়া, ১৪মেঃ মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ ধাম। এছাড়া বৈষ্ণবদের অন্যতম তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত এই নবদ্বীপধাম। প্রায় সারা বছর অগণিত ভক্তের ভিড়ে মুখরিত হয়ে থাকে এই পূণ্যক্ষেত্র।কিন্তু সেখানেই এখন আসতে ভয় পাচ্ছেন বহু সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তরা। কারণ, ভাগিরথীতে নাকি ভেসে বেড়াচ্ছে বিশাল কুমীর। সেই কুমীর আতঙ্কেই দিশেহারা সকলে। তবে জলে থাকাচ প্রাণীটি আদৌ কুমীর, নাকি অন্য কোনো জলজ প্রাণী, তা বন দপ্তরের তদন্তের পরেই স্পষ্ট হবে।

এর আগে বেশ কয়েকবার কুমীরের দেখা মিলেছে নদীয়ার নবদ্বীপের ভাগিরথীর ঘাটে। আবারো সেই কুমীর আতঙ্ক বৈষ্ণবদের অন্যতম তীর্থক্ষেত্র নবদ্বীপেই। নদী তীরবর্তী এলাকার মানুষের দাবি, বুধবার সকাল দশটা নাগাদ বেশ কিছু পুণ্যার্থী স্নান করতে নামেন নদীতে। এরপর চোখের সামনে বিশাল আকৃতির কুমিরটিকে দেখতে পা্ন তাঁরা।প্রাণের ভয়ে নদী থেকে ডাঙ্গায় উঠে আসেন সকলে। সেই খবর ছড়িয়ে পড়ে নদী তীরবর্তী এলাকায়। খবর পেয়ে ঘাটে যায় নবদ্বীপ থানার পুলিশ। কুমিরের বাস্তবিক ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে মানুষকে।এছাড়াও বন দপ্তরেও বিষয়টি জানানো হয়। সম্প্রতি বেশ কয়েকবার নদীয়ার ভাগীরথী নদীতে একইভাবে কুমিরের দেখা মেলায় ছড়িয়েছিল আতঙ্ক। বেশ কয়েক মাস নদীতে স্নান করতে যাচ্ছিলেন না সাধারণ মানুষ থেকে শুরু করে পূণ্যার্থীরা। আবারো কয়েক মাস বাদে সেই কুমীরের দেখা মেলায় আতঙ্কিত সকলেই। তবে জলের মধ্যে দেখা প্রাণীটি কুমীর নাকি অন্য কিছু, তা স্পষ্ট হবে বন দপ্তরের তদন্তের পরেই।

স্থানীয় এক বাসিন্দা জানান, বেশ কয়েক মাস আগে ভাগিরথী নদীতে কুমীরের দেখা মিলেছিল। ফলে আতঙ্কে নদীতে স্নান করতে আসা বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কিছুদিন পরেই সেই কুমীরটি গঙ্গার প্রবল স্রোতে অন্যত্র চলে যায়। ফলে স্বাভাবিক হয় পরিস্থিতি। কিন্তু বুধবার সকালে স্নান করতে আসা কিছু মানুষ ফের কুমীরের মতো একটি প্রাণীকে জলে ভাসতে দেখেন। আতঙ্কিত হয়ে তাঁরা নদী থেকে উঠে আসেন। ভাগিরথী নদীতে স্নান করে পূণ্যার্জন করতে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন। কিন্তু নদীতে যদি কুমীর ভেসে বেড়ায়, তবে কোন সাহসে মানুষ নদীতে নামবেন। স্থানীয় বাসিন্দা হিসেবে আমরা দাবি করব, অবিলম্বে ওই কুমীরটিকে ধরার ব্যবস্থা করুক বন দপ্তর। যাতে মানুষ নির্ভয়ে নদীতে স্নান করতে পারেন।

Mamata Banerjee: রাজ্যে এবার গড়ে উঠতে চলেছে ‘বিশ্ব অঙ্গন’, কী কী থাকবে এই বিশ্বমানের পার্কে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *