ডিজিটাল বেঙ্গল, ফরাক্কা, ১৭মেঃ ফরাক্কা ব্যারেজে জঙ্গি হামলা হলে কীভাবে তা রুখতে হবে, তার জন্য হল বিশেষ মক ড্রিল৷ ভারত-পাক উত্তেজনার আবহে ফরাক্কা ব্যারাজের উপর লাল সতর্কতা জারি হয়েছে। কয়েকটি গোয়েন্দা সংস্থার আশঙ্কা এখানে আঘাত হানা হতে পারে। আর তাই যে কোনও হামলা প্রতিহত করতে মহড়ার উপর জোর দেওয়া হচ্ছে ৷
শুক্রবার এই মক ড্রিল সম্পন্ন হয়। ড্রিলের মাধ্যমে ব্যারাজের নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হল। কমান্ডার মুকেশ কুমার বলেন, এখানে হামলা হতে পারে। এই আশঙ্কায় এদিন জওয়ানদের মক ড্রিল করানো হল। ব্যারেজের নিরাপত্তায় কোথাও কোনও ত্রুটি রয়েছে কি না তা হাতে-কলমে দেখে নিতেই এই ড্রিলের আয়োজন । তাছাড়া ব্যারেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া দরকার সেটাও জওয়ানদের বিস্তারিতভাবে জানানো হয়েছে। যে কোনও পরিস্থিতিতে জওয়ানরা ব্যারেজ রক্ষায় প্রস্তুত রয়েছেন।
অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলে বারবার জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহে মুকেশ কুমার জানান, আপাতত দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি সংক্রান্ত সমঝোতা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এখন উপতক্যায় চিরুনি তল্লাশি চালিয়ে সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে নিকেশ করছে। গত দু’দিনে ছ’জন জঙ্গিকে নিকেশ করেছে সেনা জওয়ানরা। কিন্তু পাকিস্তান যে কোনও সময়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করতে পারে। তার জন্য ভারত প্রস্তুত।
বর্তমান পরিস্থিতিতে সীমান্তের পাশাপাশি দেশের ভিতরেও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাঁদের আরও আশঙ্কা জঙ্গিরা ফরাক্কাকেও নিশানা করতে পারে । আর তাই এই ড্রিলের আয়োজন। এদিনের ড্রিলে অংশ নেন বিএসএফ থেকে শুরু করে সিআইএসএফয়ের জওয়ানরা । পাশাপাশি রাজ্য পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের কর্মীরাও মক ড্রিলে হাজির ছিলেন।
Pretty! This was a really wonderful post. Thank you for your provided information.
Este site é realmente incrível. Sempre que consigo acessar eu encontro coisas incríveis Você também pode acessar o nosso site e descobrir mais detalhes! Conteúdo exclusivo. Venha descobrir mais agora! 🙂
Great post. I was checking continuously this blog and I am impressed! Very helpful info particularly the last part 🙂 I care for such information a lot. I was seeking this particular information for a long time. Thank you and best of luck.