Police Lathicharge | বিকাশ ভবনের কর্মীদের বের করতেই পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক বৈঠক দুই পুলিশ কর্তার

Police lathicharge to evict Bikash Bhaban workers, two police officers hold press conference

ডিজিটাল বেঙ্গল, কলকাতা, ১৬মেঃ চাকরিহারা আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম ও দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার।রাজ্য পুলিশের দুই শীর্ষকর্তার বক্তব্য,গত ১০ দিন ধরে আন্দোলন চালিয়েছেন। সেটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল বলে আমরা এতদিন কোনো হস্তক্ষেপ করিনি।যারা চাকরি হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। তবে বৃহস্পতিবার এই বিকাশ ভবনে অনেক কর্মী আটকে গিয়েছিলেন। পুলিশকে ৭ ঘণ্টা ধরে আটকে রেখেছিলেন আন্দোলনকারীরা। বিকাশ ভবনে ৫৫ টি সরকারি অফিস আছে। ৫০০-৬০০ কর্মী আছেন। একজন সন্তান্সম্ভবা ছিলেন।একজনের বাড়িতে মা অসুস্থ ছিলেন। তাঁর মাকে ঠিক সময়ে ওষুধ দেওয়ার বিষয় ছিল। তারপরও আন্দোলনকারীদের একাংশ তাঁদের ছাড়েননি। পুরোটা রেকর্ড আছে আমাদের কাছে।

গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে ৫০০-৬০০ লোককে সারারাত আটকে রাখা যায় না। এবং সেই আন্দোলন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলন থাকেনা। যারা আটকে ছিল তাদেরকে বের করার সময় একটু বলপ্রয়োগ করতে হয়েছে আমাদের। সেটা স্বীকার করতে আমাদের দ্বিধা নেই। সরকারি প্রোটোকল মানা হয়নি বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এপ্রসঙ্গে পুলিশকর্তাদের দাবি, পুলিশ বারবার অনুরোধ করেছে। পুলিশ ধৈর্য্য এবং সংযমের পরীক্ষা দেখিয়েছে।তারপরেও অবস্থান ওঠেনি।তাঁদের আক্রমণে ১৯ জন পুলিশকর্মী আহত। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাঁদের সিসিটিভি ফুটেজ দেখেছি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

কেউ বহিরাগত ছিল কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।যে জনপ্রতিনিধির কথা বলা হচ্ছে, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাঁর গাড়ি ৪৫ মিনিট আটকে রাখা যায় না। তিনি তো বিকাশ ভবনে কাজে গিয়েছিলেন। তিনি যে দলেরই হন না কেন। তাঁকে এইভাবে আটকে রাখা আইনের মধ্যে পড়ে না। এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে করা হয়েছে।

এছাড়াও বিকাশ ভবনের গেট ভাঙা হয়েছে। সরকারি সম্পত্তি ধ্বংস করার মতো অন্যায় করেছেন আন্দোলনকারীরা।

সিপি বিধাননগর সেখানে গিয়েছিলেন। তিনি যাতে না বেরোতে পারেন, আন্দোলনকারীরা বাঁশের ব্যারিকেড দিয়ে দেন, যাতে বেরোতে না পারেন।

অফিস আওয়ারসের প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় পর রাত প্রায় সাড়ে আটটার সময় পুলিশ অ্যাক্টিভ হয়েছে। একটাই কারণ যে সমস্ত সরকারি কর্মীরা আটকে ছিলেন বিকাশ ভবনে তাঁদের বের করাটাই আমাদের উদ্দেশ্য ছিল। আন্দোল ভেস্তে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের ছিল না। থাকবেও না। শান্তিপূর্ণভাবে চাকরিহারারা যদি আন্দোলন চালিয়ে যান, তাহলে এই আন্দোলনে আমরা পূর্ণ সহযোগিতা করব।

Supreme Court | বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

8 thoughts on “Police Lathicharge | বিকাশ ভবনের কর্মীদের বের করতেই পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক বৈঠক দুই পুলিশ কর্তার

  1. Seductive German MILFs are curvy and tall, with slim bodies that still have curves in all the right places.

    Our website ZDJCIAPORNO.COM has the hottest German mature porn clips
    that will definitely get you going.

    In this type of adult fun, you call the shots and the sexy housewives are there to obey your every command.

    They won’t be controlling like German wives, they’ll be your submissive goddesses.

    They’ve definitely mastered the art of seduction across eras!

  2. Very nice post. I simply stumbled upon your blog and wanted to say that I have really loved browsing your weblog posts.
    In any case I’ll be subscribing for your rss feed and I am hoping you writte once more
    soon!

  3. Your style is really unique in comparison to other people I have read stuff from.
    Many thanks for posting when you’ve got the opportunity, Guess
    I’ll just book mark this blog.

  4. Undeniably believe that that you stated. Your favourite justification seemed to
    be on the internet the easiest factor to keep in mind of. I say
    to you, I definitely get irked at the same time as other people consider concerns that they plainly do not recognize
    about. You managed to hit the nail upon the top and also outlined out the
    whole thing with no need side-effects , people could take a signal.
    Will likely be again to get more. Thank you

  5. When some one searches for his vital thing, therefore he/she needs to be available that in detail, thus that thing is
    maintained over here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *