ওয়েব ডেস্ক, ওয়েব ডেস্ক, ১৭ মেঃ কয়েকদিন ধরেই সকালের দিকে মেঘলা আকাশ দেখা মিললেও বেলা বাড়তেই সূর্য প্রখর তাপ নিয়ে হাজির হয়েছে। মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হাল্কা বৃষ্টি ও ঝড়ের দেখা মিললেও গরম কিন্তু খুব একটা কমেনি। শুক্রবার গভীর রাতে মালদা জেলার একাধিক ব্লকের ঝড়বৃষ্টি হয়েছে। তবে শনিবার সকাল থেকে ফের সেই ভ্যাপসা গরমের ভ্রুকুটি। বাংলায় যখন এমন আবহাওয়া তখন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ওড়িশায়। বজ্রপাতে ৯ জনের মৃত্যু হল ওডিশায় (Odisha)। মৃতদের মধ্যে ৩ জন কোরাপুটের, ২ জন জয়পুর ও ২ জন গঞ্জামের এবং একজন করে ঢেঙ্কানল ও গজপতির বাসিন্দা । আহতও হয়েছেন বহু। তাঁদের চিকিৎসা চলছে।
শুক্রবার রাতের দুর্যোগে কোরাপুট (Koraput) জেলায় তিন মহিলার মৃত্যু হয়। সেখানে একজন বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, একই পরিবারের সদস্যরা মাঠে কাজ করছিলেন। সেইসময় বৃষ্টি শুরু হওয়ায় একটি অস্থায়ী কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। কুঁড়েঘরের উপর বাজ এসে পড়লে তিন মহিলার মৃত্যু হয়। নিহতরা হলেন ব্রুধি মান্ডিঙ্গা (৬০), তাঁর নাতনি কাসা মান্ডিঙ্গা (১৮) এবং অম্বিকা কাশী (৩৫)।
গতকালই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)-এর তরফে ওডিশার ৭ জেলায় বজ্রপাত ও ঝড় সংক্রান্ত লাল সতর্ক সংকেত জারি করা হয়। সেই জেলাগুলির মধ্যে ছিল, কোরাপুট, কুট্টাক, খুর্দা, নয়াগড়, জাজপুর, বালাসোর এবং গাঞ্জাম। এদিনও বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। ওডিশায় এবার এই প্রথম বজ্রপাতে এত মানুষের মৃত্যু হল। গতমাসে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছিল বিহারে (Bihar)। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবেশ (enviranment) ও জলবায়ুর (climate) পরিবর্তনের ফলে বজ্রপাত বেড়ে গিয়েছে।
One thought on “Thunderstorm | মালদায় রাতে ঝড়বৃষ্টি, ওড়িশায় বজ্রপাতে মৃত্যু ৯ জনের”