Wild Fox Attack | বুনো শিয়ালের হামলায় জখম চার মহিলা

Four women injured in wild fox attack

ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, ১৭ মেঃ জঙ্গল কমছে। বাধ্য হয়ে বনের পশুরা বেরিয়ে আসছে লোকালয়ে।খাবারের খোঁজে হয়ে উঠছে হিংস্র। এমনই ঘটনা ঘটেছে চাঁচলে। বুনো শিয়ালের হামলায় আহত হয়েছেন চার মহিলা। চিকিৎসার জন্য তাঁদের চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর আবারও শিয়াল নিয়ন্ত্রণে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ঘটনাটি ঘটেছে চাঁচল ২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার মুখে ওই গ্রামের বেশ কয়েকজন মহিলা মাঠে ধান কাটছিলেন৷ সেই সময় হঠাৎ একটি বুনো শিয়াল তাঁদের চারজনের উপর ঝাঁপিয়ে পড়ে৷ চার মহিলা শিয়ালের কামড়ে গুরুতর আহত হন৷ সেই দৃশ্য দেখে অন্যরা হাতে কাটারি নিয়ে তাড়া করলে শিয়ালটি মাঠ সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়ে৷ গ্রামবাসীরা তল্লাশি চালালেও আর জন্তুটিকে খুঁজে পাওয়া যায়নি৷ আহত চার মহিলাকে তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের প্রত্যেককেই ভর্তি নিয়ে নেওয়া হয় ৷

গোটা বিষয়টি স্থানীয় চাঁচল থানায় জানান এলাকার পঞ্চায়েত সদস্য হাজাতুল ইসলাম৷ তিনি বলেন, ঘটনাটি ঘটে রামপুর গ্রামের দক্ষিণপাড়ার৷ বিকেলে মাঠে ধান কাটতে গিয়েছিলেন গ্রামের কয়েকজন মহিলা৷ হঠাৎ একটি শিয়াল তাঁদের উপর হামলা চালায়৷ শিয়ালের হামলায় চারজন মহিলা গুরুতর আহত হয়েছেন৷ তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এমন ঘটনা আগে আমাদের এলাকায় কখনও ঘটেনি৷ পুলিশ বন দপ্তরের  সঙ্গে যোগাযোগ করছে ৷

জেলা বন দপ্তরের এক আধিকারিক বলেন,মূলত খাবারের সন্ধানেই বুনো শিয়াল লোকালয়ে ঢুকে পড়েছিল৷ এর আগে হরিশ্চন্দ্রপুর ও হবিবপুরে শিয়ালের আক্রমণের ঘটনা ঘটেছে৷ শিয়ালের হাত থেকে মানুষকে রক্ষা করতে দপ্তরের তরফে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে ৷ বনকর্মীরা নিয়মিত জঙ্গল সংলগ্ন গ্রামগুলি পরিদর্শন করছেন৷ মানুষকেও সতর্ক করা হচ্ছে ৷ তবে এই অবস্থায় কেউ যেন শিয়ালের উপর হামলা না চালান তার জন্য সবার কাছে আবেদন জানানো হচ্ছে।

Police Lathicharge | বিকাশ ভবনের কর্মীদের বের করতেই পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক বৈঠক দুই পুলিশ কর্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *