labor organization শ্রমিক সংগঠনে সভাপতির পদ নিয়ে কাজিয়া কংগ্রেসে

Kazia joins Congress after taking up post of president of labor organization

ডিজিটাল বেঙ্গল,মালদা,৩০ এপ্রিলঃ labor organization নজিরবিহীন ঘটনা। মালদায় শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী পদে রদবদল হতেই প্রকাশ্যে চলে এল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। এমনকি দলীয় কার্যালয়ে কাঊকে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন বিদায়ী সভানেত্রী লক্ষ্মী গুহ।এমন হুঁশিয়ারি দিয়ে তিনি কার্যত সাংসদ তথা মালদা জেলা কংগ্রেসের সভাপতিকেই চ্যালেঞ্জ করে বসেছেন বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। যদিও সাংসদ ইশা খানের দাবি,ওই অফিস আইএনটিইউসির নামে রয়েছে। প্রয়োজনে আইনের দ্বারস্থ হব।

জতুগৃহ কলকাতার হোটেল, মৃত ১৪

শীর্ষ নেতৃত্বের নির্দেশে মালদায় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসিতে রদবদল করা হল বুধবার। মালদা শহরের বিএস রোড এলাকায় অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে রদবদলের সিদ্ধান্তের কথা জানান জেলা কংগ্রেস নেতৃত্ব। আইএনটিইউসির মালদা জেলা সভাপতির পদ থেকে লক্ষ্মী গুহকে অপসারিত তাঁর জায়গায় সন্দীপ সাহাকে দায়িত্ব দেওয়া হয়।

এদিকে জেলা কংগ্রেস নেতৃত্ব এই রদবদলের সিদ্ধান্ত জানান দিতে না দিতেই প্রকাশ্যে চলে আসে আইএনটিইউসির গোষ্ঠীকোন্দল। মালদা শহরের রথবাড়িতে অবস্থিত আইএনটিইউসির কার্যালয়কে ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করেন প্রাক্তন সভানেত্রী লক্ষ্মী গুহ। তিনি সাফ জানিয়ে দেন, ওই অফিসে কাঊকেই প্রবেশ করতে দেওয়া হবে না। জেলা কংগ্রেস আইএনটিইউসি সভাপতির দায়িত্ব যাকেই দিক, তাঁকে রথবাড়ি অফিসের পরিবর্তে অন্যত্র বসতে হবে।

গুজরাটে গিয়ে নিখোঁজ কালিয়াচকের এক যুবক

যদিও দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ তথা দেলা কংগ্রেসের সহ সভাপতি ইশা খানের পালটা  দাবি, রথবাড়ির ওই অফিস আইএনটিইউসির নামে রয়েছে। কেউ ওই অফিসকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করলে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হব।

মালদা জেলাতে এমনিতেই কংগ্রেস ব্যানারকেন্দ্রীক দলে পরিণত হয়েছে। মাত্র একবছর পর বিধানসভা ভোট ঘিরে যখন সব দল মাঠে নেমে পড়েছে, তখন কংগ্রেস নেতারা কার্যত দিল্লির দিকে তাকিয়ে বসে আছেন। বাম নাকি তৃণমূল, কার সঙ্গে জোট করে লড়াই হবে, সেই সিদ্ধান্ত এখনো জানাননি হাইকম্যান্ড। এর মধ্যে ফের মালদাতেই শ্রমিক সংগঠনের পদের দখল নিয়ে গোষ্ঠীকোন্দল দলের কঙ্কালসার চেহারাকেই ফের একবার সামনে নিয়ে এল বলে মনে করা হচ্ছে। labor organization labor organization

One thought on “labor organization শ্রমিক সংগঠনে সভাপতির পদ নিয়ে কাজিয়া কংগ্রেসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *