ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ২৬ এপ্রিল– জেলার খেলাধূলোর মান খতিয়ে দেখতে বৃহস্পতিবার মালদায় এসছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। জেলার ক্রিকেটের মানোন্নয়নে তিনি নানা পরামর্ষ দিলেও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানা নিয়ে কোনো মন্তব্য করেননি।কিন্তু মালদা থেকে যাওয়ার পরেই কলকাতায় তিনি মুখ খোলেন। সৌরভের দাবি,পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের।ক্রিকেট জীবনে ব্যাট হাতে ওয়াসিম আক্রম থেকে শুরু করে শোয়েব আখতারের বল মাঠের বাইরে পাঠানো সৌরভ শুক্রবার এমন দাবি করেছেন । সন্ধ্যায় ইডেন থেকে বেরোনোর সময় এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলার প্রিয় ‘দাদা’।
জঙ্গি হামলার তীব্র সমালোচনা করে সৌরভ জানান, এই পরিস্থিতিতে পাস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। তাঁর কথায়, “সন্ত্রাসবাদকে একেবারেই মেনে নেওয়া উচিত নয়। পাকিস্তানের সঙ্গে সব রকমের সম্পর্ক একশো শতাংশ ত্যাগ করা উচিত ভারতের। প্রত্যেক বছর এ রকম হয়েই চলেছে। এটা কি মেনে নেওয়া যায় নাকি? কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে চিঠি দিয়ে একটি বিশেষ অনুরোধ করবে। তারা বলবে, কোনও আইসিসি ট্রফিতে ভারত-পাকিস্তানকে যেন এক গ্রুপে না রাখা হয়। সেই কথা শুনে সৌরভ বলেন, “ভারতীয় বোর্ড যদি এটা করে তাহলে সেটা হবে একদম ঠিক সিদ্ধান্ত। এই সময়ে আগে দেশ । বোর্ড চিঠি দিলে ঠিক কাজ করবে। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত।”
ছবির মত সুন্দর বৈসরন উপত্য়কায় পর্যটকদরে উপর অতর্কিতে জঙ্গি হামলা হয় মাত্র কয়েকদিন আগে ৷ ঘটনায় 26 জন পর্যটকের মৃত্যুতে শোকাহত দেশ ৷ উপত্য়কায় এহেন জঙ্গি হামলার নৃশংসতায় স্তম্ভিত ও মর্মাহত বাইশ গজও ৷ প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ পাশে থাকার বার্তাও দিয়েছেন।
ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর প্রতিশোধের সুরেই সোশাল মিডিয়ায় লিখেছেন, “ভারত এবার পাল্টা আঘাত করবে ৷” একধাপ এগিয়ে প্রাক্তন আইপিএল ক্রিকেটার এবং 2008 বিশ্বকাপজয়ী ভারতীয় যুব দলের ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী পাকিস্তানকে বাইশ গজে পুরোপুরি বয়কটের ডাক দিয়েছেন ৷ এবার পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক শেষ করার কথা বললেন ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকন সৌরভ ।