Kaliachak এ রাখি উৎসব, মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Kaliachak এ রাখি উৎসব

Kaliachak এ রাখি উৎসব, মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান  

কালিয়াচক, ৯ আগস্টঃ

সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার মালদা জেলার কালিয়াচক-১ ব্লকে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো রাখি বন্ধন উৎসব। ব্লক প্রশাসনের নির্দেশনায়, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব ঘিরে সকাল থেকেই জমে ওঠে কালিয়াচক টাউন লাইব্রেরি মাঠ। উৎসবের মূল বার্তা ছিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সামাজিক ঐক্য।

কালিয়াচকে রাখি উৎসব পালিত, মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপচে পড়া ভিড় 

অনুষ্ঠানের সূচনা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও রাখি পরানোর মাধ্যমে। এরপর লাইব্রেরি মাঠ থেকে বের হয় একটি সুসজ্জিত মিছিল, যা কালিয়াচকের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী পড়ুয়া, শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। তাঁরা প্ল্যাকার্ড ও পোস্টারের মাধ্যমে ভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক-১ এর বিডিও সত্যজিৎ হালদার, মালদা জেলা পরিষদের ভূমি ও বন কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন, ব্লকের দুই জয়েন্ট বিডিওসহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও গুরুত্ব প্রদান করে।

NAAC-এ A গ্রেড: শিক্ষামন্ত্রীর অভিনন্দনে সম্মানিত কালিয়াচক কলেজ

মিছিল শেষে লাইব্রেরি মাঠে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে স্থানীয় স্কুল-কলেজের পড়ুয়াদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় রাখি পূর্ণিমার তাৎপর্য ও ঐতিহ্য। অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা প্রত্যক্ষ করতে ভিড় জমায় প্রচুর মানুষ।

আব্দুর রহমান বলেন, “এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ আগামী প্রজন্মকে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। বর্তমান সময়ের প্রেক্ষিতে এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।” বিডিও সত্যজিৎ হালদারও জানান, “সমাজে শান্তি ও ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই ধরনের উৎসব অত্যন্ত জরুরি।”

স্থানীয় বাসিন্দারাও জানান, এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং মানুষের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করে। সামগ্রিকভাবে, কালিয়াচকে এই রাখি উৎসব পরিণত হয় এক মিলনমেলায়, যা সকলের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলে।

আরো খবর দেখুন https://server.playontv.in/digitalbengaltv/index.m3u8 লাইভ টিভি চ্যানেল (PlayonTv) এবং www.digitalbengaltv.com এ

Kaliachak এ রাখি উৎসব Kaliachak এ রাখি উৎসব

One thought on “Kaliachak এ রাখি উৎসব, মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *