Dam Construction | বাঁধ নির্মাণে ফের জটিলতা, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

Dam construction faces new complications, protests demand compensation

ডিজিটাল বেঙ্গল, মানিকচক, ৫মে : ভুতনিতে বাঁধ নির্মাণের (Dam Construction) কাজে আবারও বাধা। ক্ষতিপূরণের দাবিতে একজোট হয়ে আজ আন্দোলনে নামেন তারা।ক্ষতিপূরণ নিয়ে বিক্ষোভ দেখান জমিদাতারা। তৃণমূল নেতা এবং গুন্ডাদের সাহায্যে জোরপূর্বক রায়তি জমিতে কাজ করার অভিযোগ তুলেছেন তাঁরা।বাধা দিলে মারধর এমনকি পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দিচ্ছে বলে দাবি বিক্ষোভকারীদের।এমনকি প্রশাসনিক বৈঠকে তাদের জায়গায় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করার অভিযোগ তুলেছেন তাঁরা। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন বলেও জানান বিক্ষোবকারীরা।

ভূতনির কেশোরপুর কালুটনটোলা এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে প্রায় আড়াই কিলোমিটার নতুন বাঁধ নির্মাণের কাজ। যার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ছয় কোটি ১০ লক্ষ টাকা। ইতিমধ্যে খাস জমিতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ যা প্রায় শেষের দিকে।কিন্তু প্রায় দুই কিলোমিটার রায়তি জমিতে জমিদাতারা ক্ষতিপূরনের দাবিতে অনড় থাকায় কাজ শুরু করতে পারেনি।কিছুদিন আগেই মালদার জেলাশাসক ও মানিকচকের বিধায়ক সহ অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে জমিদাতাদের নিয়ে বৈঠকও করা হয়। বের হয় সমাধানও। দ্রুত জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন খোদ জেলাশাসক এবং মানিকচকের বিধায়ক। সম্মতি দেন জমিদাতারা।কিন্তু তারপরেও আজ আবার বিক্ষোভে সামিল হন  তারা। তাদের অভিযোগ তাদের জমি নেওয়া হবে অথচ প্রশাসনিক বৈঠকে তাদেরকেই ডাকা হয়নি। পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করা হয়েছে। তাই ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ হতে দিবেন না গ্রামবাসীরা বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

One thought on “Dam Construction | বাঁধ নির্মাণে ফের জটিলতা, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *