ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক্ ২৮ এপ্রিলঃ কেরলে জঙ্গি হামলার ঘটনা এখনও তাজা। এরই মধ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অফিস এবং তাঁর সরকারি বাসভবনে বোমা হামলার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে ইমেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি তিরুবনন্তপুরমে ক্লিফ হাউস ও কোচি আন্তর্জাতিক বিমানবন্দরেও বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়।
বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর অফিস এবং তাঁর সরকারি বাসভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঘটনাস্থলে এসেছে বম্ব স্কোয়াড। স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। তবে এখন পর্যন্ত কোনও স্থানেই কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।
এদিন সকাল ৭.৫৩ মিনিটে বিমানবন্দরে বোমা হামলার হুমকি মেল আসে। যেখানে বলা হয়, ‘বিমানবন্দরে বিস্ফোরক রাখা আছে। দুপুর ২টার মধ্যে সবাইকে সরিয়ে নিন।’ এরপর শুরু হয় তল্লাশি। যদিও কিছু মেলেনি। কোচি বিমানবন্দরের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কারা এই মেল পাঠাল, তা খতিয়ে দেখছে পুলিশ।
One thought on “কেরলের মুখ্যমন্ত্রীর অফিসে বোমা মারার হুমকি”