মুরশিদাবাদ, ১৪ মেঃ মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কি বড়সড়ো কোনো অপারেশনের ছক কষছে দুষ্কৃতীরা। পরপর বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সেই সঙ্গে রয়েছে আতঙ্ক। তবে সাধারণ মানুষকে অযথা ঊদবিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। কিন্তু সোমবার থেকে শুরু করে আজও ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধার হওয়ায় নিশ্চিত হতে পারছেন না সাধারণ মানুষ।
কিছুদিন আগে একটি বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধূলিয়ান, জঙ্গিপুর সহ একাধিক এলাকা। বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের পাশাপাশি ঘটেছিল প্রাণহানির মতো বেদনাদায়ক ঘটনা। যদিও পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আপাত শান্তি থাকলেও সামশেরগঞ্জ সহ মুর্শিদাবাদের একাধিক এলাকা কার্যত ঘুমন্ত আগ্নেয়গিরির মতো রয়েছে বলে অনেকে মনে করছেন। প্রায় প্রতিদিন এলাকা থেকে উদ্ধার হচ্ছে বোমা বন্দুক। গত সপ্তাহে আটটি পাইপগান সহ বিহারের একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার পরিত্যক্ত বোমা ফেটে জখম হয় ছয় বছরের এক শিশু ও এক কিশোরী। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার সামশেরগঞ্জ থেকে দুই জার ভর্তি বোমা উদ্ধার করে নিয়ে যায়। তার ঠিক পরের দিন অর্থাৎ বুধবার আবারো পৃথক দুই জায়গায় হানা দিয়ে পুলিশ দুটি ব্যাগে থাকা প্রচুর বোমা বাজেয়াপ্ত করে নিয়ে যায়। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বাবুপুর এলাকার একটি আমবাগান সংলগ্ন ঝোপঝাড় থেকে ও পাশাপশি আলমসাহিতে আমবাগান থেকে বোমা উদ্ধার করেন পুলিশকর্মীরা। বোমা উদ্ধারের পরই জায়গাটি ঘিরে দেয় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।
শুধু তাই নয়, এলাকার আর কোথাও বোমা মজুত রয়েছে কি না, তা খুঁজে বের করতে এলাকাজুড়ে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউয়ের নেতৃত্বে ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের তত্বাবধানে সামসেরগঞ্জের বিভিন্ন এলাকায় কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। কোনরকম অশান্তি রুখতে তৎপর পুলিশ। সামসেরগঞ্জ থানা এলাকায় একের পর এক বোমা উদ্ধার করছে পুলিশ। সোমবার, মঙ্গলবারের পর এবার বুধবারও দুই জায়গায় বোমা উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা বোমাগুলো মজুত করছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।
Mamata Banerjee: রাজ্যে এবার গড়ে উঠতে চলেছে ‘বিশ্ব অঙ্গন’, কী কী থাকবে এই বিশ্বমানের পার্কে?
В этой статье представлен занимательный и актуальный контент, который заставит вас задуматься. Мы обсуждаем насущные вопросы и проблемы, а также освещаем истории, которые вдохновляют на действия и изменения. Узнайте, что стоит за событиями нашего времени!
Разобраться лучше – https://nakroklinikatest.ru/