Firing | মুখ্যমন্ত্রীর সফরের আগেই বহরমপুরে এলোপাতাড়ি গুলি, গ্রেপ্তার দুই

Indiscriminate firing in Berhampur ahead of CM's visit, two arrested

মিলন সরকার, মুর্শিদাবাদ, ৫ মেঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে উত্তপ্ত মুর্শিদাবাদের বহরমপুর।রবিবার রাতে তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি (Firing) চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।এছাড়াও কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের বহরমপুর থানার মধুপুর এলাকায়। রাতের অন্ধকারে এই গুলি চলার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় তৃণমূলের এক সক্রিয় কর্মী মিঠুন জৈন  সহ আরো কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে মিঠুনের অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে রাতেই তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে রাতেই এলাকায় ছুটে যায় বহরমপুর থানার বিশাল পুলিশবাহিনী। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আয়ুব সাহা ও সুমন চৌধুরী নামে দুই মূল অভিজুক্তকে।উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশি টহলদারির ব্যবস্থা করা হয়েছে।

কিছুদিন আগেই মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে  ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, সেই সময়  সুতি, সামশেরগঞ্জ, জঙ্গিপুর সহ একাধিক জায়গায় সেই আন্দোলন  হিংসাত্মক চেহারা নেয়। সামশেরগঞ্জের  জাফরাবাদ গ্রামে বাবা ও ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে  নৃশংসভাবে  খুন করার অভিযোগ উঠেছিল একটি গোষ্ঠীর বিরুদ্ধে। চলে দোকানপাট ভাঙচুর, বাড়ি ভাঙচুর। মুর্শিদাবাদ জেলার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গেলে ও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি।বাধ্য হয়েভ পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। আটক করা হয় শতাধিক মানুষকে। তারপরেও গণ্ডগোল না থামায় শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মিলিত চেষ্টায় ঝামেলা থামলেও চাপা উত্তেজনা রয়েছে।  উত্তেজনাপ্রবণ এলাকাচগুলিতে নজর অব্যাহত রয়েছে।

এলাকায় শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে মঙ্গল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আসছেন। তার আগেই দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠল জেলা সদর বহরমপুর।

Chief Minister | আগামীকাল মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী