ভরদুপুরে ভূমিকম্প মায়ানমার সহ একাধিক দেশে

ভরদুপুরে ভূমিকম্প

বেঙ্গল ডিজিটাল, ওয়েব ডেস্ক, ২৮ মার্চঃ দুপুর তখন ১২ টা। জনজীবন ছিল স্বাভাবিক। এরই মধ্যে আছড়ে পড়ল প্রকৃতির রোষ। পরপর দুইবার জোরালো ভূমিকম্পে প্রতিবেশী দেশ মায়ানমার কেঁপে উঠল। ভূমিকম্প অনুভূত হয়েছে আশপাশের একাধিক দেশেও। এমনকি পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যগুলিতেও সামান্য কম্পন অনুভূত হয়েছে।
এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। আজকের সকালে হওয়া ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দেশের অন্যতম প্রধান শহর থেকে কয়েক কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। পুরো এলাকায় একের পর এক আফটার শক অনুভূত হচ্ছে। পাশাপাশি, এদিন ভূমিকম্প অনুভূত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও৷ রিখটার স্কেলে যার মাত্রা ৭.৭৷ শহরের একাধিক বড় বড় বিল্ডিংয়ের অবস্থা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
থাইল্যান্ডের রাজধানীতে ভূমিকম্পের ফলে বিল্ডিংগুলি কাঁপতে শুরু করে ৷ জার্মানির জিএফজেড সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, এই কম্পন ১০ কিলোমিটার গভীরে ছিল এবং এর কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী মায়ানমার৷এদিনের ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, কম্পন চলাকালীন কিছু বহুতল ভবনের সঞ্চিত জল উপচে পড়তে থাকে ৷ তড়িঘড়ি দুলতে থাকা বিল্ডিং থেকে সকলকে বেরিয়ে যেতে নির্দেশ দেওয়া হয় ৷ দ্য গ্রেটার ব্যাংকক অঞ্চলে ১ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ বসবাস করেন, যাঁদের অনেকেই বহুতল অ্যাপার্টমেন্টে থাকেন৷ ঘনবসতিপূর্ণ এই বহুতল ও হোটেলগুলি থেকে ভয়ে স্থানীয়রা বেরিয়ে আসতে থাকেন। ভরদুপুরে ভূমিকম্প৷ ভরদুপুরে ভূমিকম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *