ওয়েব ডেস্ক ডিজিটাল বেঙ্গল, ৬ মেঃ কাশ্মীরের পহেলগাওয়ে ২৬ জন পর্যটকে নৃশংসভাবে খুনের ঘটনার পর কেটে গিয়েছে ১৫ দিন। এখনো অধরা চার জঙ্গি। নারকীয় এই ঘটনায় জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের হাত রয়েছে বলে প্রথম থেকেই অভিযোগ তুলে আসছে ভারত। তাই এবার পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ফলে কয়েকটি শহরে চূড়ান্ত জলের সংকট দেখা দিয়েছে। তবে এখানে থেমে থাকতে রাজি নন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে তিনি সেনাবাহিনীকে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর উপস্থিতিতে উচ্চ পর্যায়ে বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে জল, স্থল ও আকাশ বাহিনীর তিন সেনাপতিকে ডাকা হয়েছিল। সেখানেই সন্ত্রাস দমনের বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। এরই মধ্যে ৭ মে অর্থাৎ আগামীকাল সারা দেশ জুড়ে মক ড্রিল করার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মূলত সাতটি রাজ্যে কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের কি করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে মক ডিলিং এর মাধ্যমে। শত্রুপক্ষ হঠাৎ আক্রমণ করলে হাইরেন বেজে উঠবে। এবং সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ এলাকাকে ব্ল্যাক আউট করতে হবে। এই পদ্ধতি কিভাবে মানতে হবে তা বিস্তারিতভাবে জানাতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
শুধু তাই নয়, যেকোনো মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে ধরে নিয়ে সেনাবাহিনী ও প্রস্তুতি শুরু করেছে। সীমান্তে মোতায়েন করা হচ্ছে সেনা। এরই মধ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক প্রস্থ বৈঠক হয়েছে। রাশিয়া থেকে ছয়টি বিমানে করে প্রচুর অস্ত্রশস্ত্রও পাঠানো হয়েছে ভারতে। শুধু রাশিয়া নয় বিশ্বের আরো একাধিক দেশ সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। ফলে যুদ্ধ বাদলে তার পরিণতি পাকিস্তানের পক্ষে যে ভয়াবহ হবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই পাকিস্তানের এক মন্ত্রী জানিয়ে দিয়েছেন যুদ্ধ বাধলে তিনি ইংল্যান্ডে চলে যাবেন। প্রতিবেশী এ রাষ্ট্রের পদস্থ কর্তারাও যুদ্ধ এড়ানোর চেষ্টা করছেন। কিন্তু সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করলে ভারত যে আর কোনভাবেই রিয়াদ করবে না তা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
One thought on “War | তবে কি যুদ্ধ হচ্ছে!”