ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা

Unemployed teachers are going to the Supreme Court again.

ডিজিটাল বেঙ্গল, মালদা, ৩০ এপ্রিল: দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে চাকরি গিয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। সুপ্রিম রায়ে অবশ্য ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তার মধ্যে ফের এসএসসির মাধ্যমে নেওয়া পরীক্ষাতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে এই সমস্ত শিক্ষক –শিক্ষিকাদের। তবে পরীক্ষায় বসতে আপত্তি রয়েছে অনেকের।

সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের তাঁরা মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। তার আগে শুরু হয়েছে ওকালতনামায় সই  সংগ্রহের কাজ। আজ মালদা টাউন হলে সেই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা শিক্ষক শিক্ষিকারা এই কর্মসূচিতে শামিল হয়েছিলেন। এর পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়। আন্দোলনের রূপরেখা স্থির করতে বক্তব্য রাখেন চাকরিহারা শিক্ষক আন্দোলনকারীদের নেতৃত্ব। চাকরিহারা শিক্ষক সুদীপ ভট্টাচার্য জানান, আমরা সুপ্রিমকোর্টে পুনরায় পিটিশন করতে চলেছি। তার আগে আজ ওকালতনামায় স‌ই সংগ্রহ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *