
পাইপ বসেছে, আজও মেলেনি জল
ডিজিটাল বেঙ্গল, ফরাক্কা, ২৮ এপ্রিলঃ নলকূপ বসেছে। ভালো রাস্তা কেটে বসানো হয়েছে পাইপ বসেছে। কিন্তু বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল আজও বসেনি। কবে সেই জল মিলবে, তা জানাও নেই। ফলে হতাশার মধ্যেই দিন কাটাচ্ছেন ফরাক্কা ব্লকের নোইনসুম গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত মানিকনগর, দ্বীপ চাঁদপুর ও হাজারপুরা গ্রামের বাসিন্দারা।তাঁদের অভিযোগ, জল প্রকল্পের জন্য বরাদ্দ টাকা নেতাদের পকেটেই…