Arrested | মুর্শিদাবাদে অস্ত্র সহ গ্রেপ্তার বৈষ্ণবনগরের দুই যুবক

Two youths from Vaishnavnagar arrested with weapons in Murshidabad

ডিজিটাল বেঙ্গল, মুর্শিদাবাদ, ৩ মে ঃ ভারত-পাক সম্পর্কের মাঝে বাংলাদেশ জড়িয়ে পড়ায় কড়া নিরাপত্তা ইন্দো-পাক সীমান্তে। ফলে দুই দেশের মধ্যে চোরাকারবার প্রায় বন্ধ। কিন্তু মালদা জেলার বিভিন্ন প্রান্তে রম্রমিয়ে চলছে আগ্নেয়াস্ত্রের কারবার। আর সেই কারবারে নাম উঠে আসছে সীমান্ত লাগোয়া বৈষ্ণবনগরের।সীমান্ত কার্যত কড়া নজরদারিতে থাকলেও রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারে হচ্ছে। আর এতেই প্রশ্ন উঠছে এই অস্ত্র আসছে কোথা থেকে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মুর্শিদাবাদের জলঙ্গী থানার সাহেবরামপুর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সন্দেহজন ২ যুবককে আটক (Arrested) করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে চারটি বন্দুক, আটটি ম্যগজিন ও ৩০ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।এরপরেই ওই দুই যুবককে পুলিশ গ্রেপ্তার (Arrested) করে।

ভিডিও > রাজ্যে অষ্টম কালিয়াচকের মহম্মদ ইনজামাম উল হক

ধৃত যুবকদের নাম জয়প্রকাশ মন্ডল ও সুরোজ মন্ডল। তাদের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। মালদা সীমান্তে বিএসএফের প্রহরা কড়া থাকায় ওই দুই যুবক চলে যায় প্রতিবেশী জেলা মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবরামপুর এলাকায়। সেখানেই সীমান্ত দিয়ে গুলি ও বন্দুক বাংলাদেশে পাচারের ছক কষেছিল। সুযোগের অপেক্ষায় দুজনেই ঘোরাঘুরি করছিল সাহেবরামপুর এলাকায়। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দারাদের। এলাকাবাসী বিষয়টি থানাতে জানান। সেই খবর পাওয়ার পরেই পুলিশ এলাকায় হানা দিয়ে দুই যুবককে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে পাওয়া যায় প্রচুর অস্ত্রশস্ত্র।পুলিশি জেরায় তাঁরা স্বীকার করে, অস্ত্রগুলি মালদা থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচার করার।এরপরেই জলঙ্গি থানার পুলিশ ওই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করে। দুই যুবককেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় থানায়।

ধৃতদের শনিবার সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন করে বহরমপুর জেলা জজ আদালতের তোলা হবে বলে পুলিশসূত্রে জানা গিয়েছে। এই অস্ত্র পাচার কাণ্ডে আর কে বা কারা জড়িত রয়েছে, তার সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে মালদা জেলার কোথা থেকে সেই অস্ত্র নিয়ে গিয়েছিল, সেই বিষয়টিও জলঙ্গি থানার পুলিশ জানার চেষ্টা করছে।

এর আগেও একাধিকবার কালিয়াচক ও বৈষ্ণবনগরের কিছু যুবক সীমান্ত লাগোয়া দুই ব্লকের বিভিন্ন এলাকার মাধ্যমে অস্ত্র সহ অন্য সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা করেছে। কিন্তু বর্তমানে এই জেলায় সেই সুযোগ না মেলায় প্রতিবেশী জেলার সীমান্ত অঞ্চলগুলিকে বেছে নিচ্ছে এই পাচারকারীরা।

Caught | ভারতে প্রবেশের আগে ত্রিপুরা সীমান্তে ধৃত বাংলাদেশি মহিলা

8 thoughts on “Arrested | মুর্শিদাবাদে অস্ত্র সহ গ্রেপ্তার বৈষ্ণবনগরের দুই যুবক

  1. Appreciating the commitment you put into your blog and detailed information you
    present. It’s good to come across a blog every once in a
    while that isn’t the same out of date rehashed material.

    Great read! I’ve saved your site and I’m adding your RSS feeds to my Google
    account.

  2. Her türde içerik film 4k izle seçeneğiyle ulaşılabilir. Sinema tutkusu burada başlar.
    4K kalitesinde Full HD filmlerin keyfini çıkar. Teknolojideki ilerlemeler sayesinde, izleyiciler artık filmleri etkileyici bir netlikte deneyimleyebiliyor. 4K çözünürlüğün netliği ve kalitesi izleme deneyimini bambaşka bir seviyeye taşıyor.

    Çeşitli platformlar 4K’da Full HD film izleme olanağı sunuyor. Bu servisler film kalitesini geliştirerek izleme zevkini artırıyor. Netflix ve Amazon Prime gibi önde gelen servisler geniş bir 4K içerik arşivine sahip. Bu zengin çeşitlilik izleyici tercihlerini karşılıyor.

    Bu deneyimi tam anlamıyla yaşamak için uygun bir cihaz gereklidir. Yeni nesil televizyonların ve projeksiyonların çoğu artık 4K destekli olarak üretilmektedir. 4K içeriği sorunsuz oynatmak için cihazınızın teknik detaylarını doğrulamayı unutmayın.

    Sonuç olarak, 4K’da Full HD film izlemek benzersiz bir seyir deneyimi sunar. Uygun kurulum ve güvenilir bir platform sayesinde etkileyici görüntülere kendinizi kaptırabilirsiniz. Bu fırsatı kaçırmayın ve film keyfinizi yeni bir seviyeye taşıyın.

  3. В этом интересном тексте собраны обширные сведения, которые помогут вам понять различные аспекты обсуждаемой темы. Мы разбираем детали и факты, делая акцент на важности каждого элемента. Не упустите возможность расширить свои знания и взглянуть на мир по-новому!
    Получить дополнительную информацию – https://vyvod-iz-zapoya-1.ru/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *