Madhyamik Results | মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে প্রথম মালদার দুই পড়ুয়া

Madhyamik Results | Two students from Kaliachak rank first in Madrasa Board's Madhyamik

ডিজিটাল, কালিয়াচক,৩ মেঃ মাধ্যমিকে (Madhyamik Results) আশানুরূপ ফল করতে পারেনি কালিয়াচক। ফলে হতাশ হয়েছিলেন এখানকার মানুষজন।কিন্তু মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যের মেধাতালিকায় ওনেক ছাত্রছাত্রী স্থান পাওয়ায় শুধু কালিয়াচক নয়, জেলার মুখ উজ্জব্ল হয়েছে।মেধাতালিকায় প্রথম্ ১৫ জনের মধ্যে মালদার দুজন রয়েছে। এর মধ্যে এক ছাত্রী রতুয়ার বাসিন্দা। শুধু প্রথম নয়, কালিয়াচক সহ মালদা জেলার একাধিক স্কুলের পড়ুয়ারা মেধাতালিকায় জায়গা করে নেওয়ায় খুশি জেলাবাসী।

শুক্রবার রাজ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।কালিয়াচকের ছয়জন পড়ুয়া প্রথম দশে মেধা তালিকায় স্থান পেয়েছে। রাজ্যে দ্বিতীয় হয়েছে মালদা রামকৃষ্ণ বিদ্যপীঠের ছাত্র। মাধ্যমিকের ঠিক একদিন পরেই অর্থাৎ আজ প্রকাশিত হয় মাদ্রাসা বোর্ডের ফল।আজ সকাল সাড়ে দশটা নাগাদ বোর্ডের  তরফে ফল প্রকাশ করা হয়।ফল প্রকাশিত হতেই দেখা যায়, সেখানে শুধু মালদা তথা কালিয়াচকের জয়জয়কার। রাজ্যে হাই মাদ্রাসার ফলাফলে জয় জয় কার মালদার।

মেধাতালিকায় যেখানে সারা রাজ্যে প্রথম দশে ১৫ জন স্থান পেয়েছে, সেখানে প্রথম থেকে অষ্টম পর্যন্ত একচেটিয়া দখল করেছে মালদার ছাত্র-ছাত্রীরা। মেধাতালিকার প্রথম পাঁচটি স্থান শুধু ছাত্রীদেরই দখলে। ষষ্ঠ স্থান সহ মেধাতালিকায় মাত্র তিনজন ছাত্র স্থান পেয়েছে। বাকি সব আসনই মেয়েদের দখলে। রাজ্যে যুগ্ম প্রথম মালদহের ভগবানপুর হাই মাদ্রাসার ফাহমিদা ইয়াসমিন এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসার সাহিদা পারভিন। তাদের প্রাপ্ত নম্বরপ্রাপ্ত নম্বর ৭৮০ ও ৮০০। দ্বিতীয় স্থানে ইসলাম সাগর হাই মাদ্রাসার সামশুন নেহার ৭৭৬। তৃতীয় স্থানে মহম্মদিয়া হাই মাদ্রাসার আলিফনুর খাতুন (৭৭২)।

Madhyamik Result | মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬, প্রথম রায়গঞ্জ করোনেশনের অদৃত