Dilip Ghosh | পুত্রশোকে কাতর বিজেপি নেতা দিলীপ ঘোষ

Dilip Ghosh

ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, ১৪ মেঃ বাক্যবাণে বিরোধীদের কুপোপাত করে দেওয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের মধ্যেও যে একটি পিতৃসত্তা লুকিয়ে রয়েছে, তা হয়তো কেউ জানতেও পারতেন না কেউ। নিজের সন্তান না হলেও স্ত্রীর প্রথম পক্ষের ছেলে প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়কে আগে থেকেই চিনতেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ ইডেনে খেলাও দেখাতে নিয়ে গিয়েছিলেন তাকে ৷ ভাবতে পারেননি হঠাৎ করে এমনটা হয়ে যাবে ৷ সেই সৃঞ্জয়ের মৃত্যুতে মঙ্গলবার সন্ধ্যায় আবেগপ্রবণ হয়ে পড়লেন ‘বাবা’ দিলীপ৷ শ্মশানযাত্রায় সাংবাদিকদের সামনে সৎ ছেলের স্মৃতিচারণা করতে গিয়ে গলা ধরে এল বিজেপির তাবড় নেতার ৷ বললেন, দুর্ভাগ্য আমার যে পুত্রসুখ হয়নি; পুত্র শোক হল।

পুত্রের শেষকৃত্যে  স্ত্রী-র পাশেই ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ তাঁর কথায়, এরকম একটা ঘটনার কোনও বর্ণনা দেওয়া যায় না । আমরা কল্পনাও করতে পারছি না । আমি তো কিছু বুঝতেই পারিনি এখনও কী হয়েছে, কেন হয়েছে । ওর মা সকালে রান্না করছিল তারপরে একটা ফোন আসতেই তখনই দৌড়ে চলে গিয়েছে সেই অবস্থায় । আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা । যাইহোক, পোস্টমর্টেমের রিপোর্ট সব জানা যাবে ৷ এরকম একটা জলজ্যান্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে ৷ বলারও কিছু নেই আর ৷ বিশেষ করে ওর মা, যার সবকিছু ছিল তার ছেলে সেই ছেলে চলে গেল।

তিনি আরও বলেন, আমি ওকে খেলা দেখাতে নিয়ে গিয়েছি ৷ খুবই ভালোবাসত ৷ ওর প্রতি আমার একটা মোহ এসে গিয়েছিল । দুর্ভাগ্য আমার যে, পুত্র সুখ হয়নি পুত্র শোক হল ।

মঙ্গলবার নিউটাউনে নিজের ফ্ল্যাটেই রহস্যমৃত্যু হয় দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে প্রীতম দাশগুপ্তের । অচৈতন্য অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার করে তাঁকে বিধাননগরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ সন্ধ্যাবেলা নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় প্রীতমের ৷

Mamata Banerjee: রাজ্যে এবার গড়ে উঠতে চলেছে ‘বিশ্ব অঙ্গন’, কী কী থাকবে এই বিশ্বমানের পার্কে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *