ডিজিটাল বেঙ্গল, কলকাতা, ৩০ এপ্রিল ঃ বিপুল সংখ্যক বদলি ভূমি ও ভূমিসংস্কার দপ্ত্রে।রাজ্যজুড়ে ভূমি ও ভূমিসংস্কার দফতরের ১৯০ জনেরও বেশি আধিকারিককে বদলি করা হচ্ছে। নবান্নের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বদলির তালিকায় রয়েছেন ব্লক ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার (বিএলআরও), স্পেশাল রেভিনিউ অফিসার, যুগ্ম অধিকর্তা, সহকারী অধিকর্তা এবং উপ-অধিকর্তারা । কলকাতার কিছু আধিকারিকও রয়েছেন এই তালিকায় । বদলি করা হয়েছে কয়েকজন ল্যান্ড অ্যাকুইজিশন অফিসারকেও ।
কয়েকমাস আগেই জেলাভিত্তিক রদবদলের সিদ্ধান্তে প্রায় ৮০০ আধিকারিককে স্থানান্তরিত করেছিল নবান্ন। সেই হিসাবে, গত কয়েকমাসে প্রায় হাজার আধিকারিকের বদলি হয়েছে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।
এই বিষয়ে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, কয়েকজন আধিকারিককে দায়িত্বে গাফিলতির অভিযোগে শাস্তিমূলকভাবে দূরবর্তী জায়গায় পাঠানো হয়েছে । আবার অনেকে কাজের গতি বাড়ানো ও দক্ষতার জন্য নতুন দায়িত্ব পেয়েছেন । এই রদবদলের মাধ্যমে বিভিন্ন জেলাস্তরের শূন্যপদ পূরণ করা হয়েছে এবং জেলাভিত্তিক পুনর্বিন্যাসও হয়েছে বলে জানা গিয়েছে । বদলি হওয়া বহু আধিকারিক একই দফতরে তিন বছরেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন।
গত বছর ১২ জুন লোকসভা ভোটের ফলাফলের পরে প্রথম প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখল রুখতে ‘শূন্য সহনশীলতার’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেছিলেন । তিনি দ্রুত দখলমুক্ত করার নির্দেশও দেন প্রশাসনকে ।
সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রীর দফতরে সরকারি জমি বেআইনিভাবে দখলের একাধিক অভিযোগ জমা পড়েছে । কিছু ক্ষেত্রে জমির চরিত্র পরিবর্তনের অভিযোগও সামনে এসেছে । এই প্রেক্ষিতেই ভূমি দফতরের এত বড়সড় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ।