বস্তিবাসীদের জন্য সুখবর ফিরহাদের

Firhad's good news for slum dwellers

ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ২৬ এপ্রিল– বস্তিবাসীদের জন্য বড় ঘোষণা  করলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। এখন থেকে চাইলেই বস্তির জমিতে আর প্রোমোটাররাজ চলবে না। মিলবে সরকারি প্রকল্পে বাংলার বাড়ি । ঠিকা টেনেন্সির তরফে জারি হয়েছে নয়া নির্দেশিকা । কলকাতার সব বস্তি শুক্রবার থেকে ঠিকা টেনেন্সির আওতায় চলে এল । একই সঙ্গে মে মাসের শুরু থেকে চালু হচ্ছে ঠিকা প্রজাস্বত্ব নাম পরিবর্তন ।

বেশ কিছুদিন আগেই ভবানীপুর এলাকার একটি বস্তিতে আগুনের ঘটনা ঘটে ৷ সেখানে তড়িঘড়ি পরিদর্শনে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম । সেই সময় বস্তিবাসীদের থেকে তিনি জানতে পেরেছিলেন, প্রোমোটিং করবে বলেই ইচ্ছাকৃতভাবে বস্তিতে আগুন লাগানো হয়েছিল।  পরবর্তী সময় টক টু মেয়র অনুষ্ঠানে বস্তিবাসীদের তরফে অভিযোগ আসে, তাঁরা আশঙ্কা করছেন উচ্ছেদের । প্রোমোটারদের হুমকি পাচ্ছেন তাঁরা । এরপরেই বস্তিবাসীদের জন্য কী করা যায় চিন্তাভাবনা শুরু করেছিল কলকাতা পুরনিগম । মেয়রের নির্দেশে আইনি প্রক্রিয়া শুরু করেছিল বস্তি বিভাগ ও কলকাতার ঠিকা ডেপুটি কন্ট্রোলার ।

শুক্রবার বস্তিগুলিতে ঠিকার আওতায় আনা নিয়ে সেই নির্দেশিকা জারি হয় । এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আজ থেকে কলকাতার সব বস্তি ঠিকার আওতাধীন । এখন থেকে আর বহুতল তৈরির কোনও অনুমতি দেওয়া হবে না এই সব বস্তিতে । প্রয়োজনে বস্তি উন্নয়নের স্বার্থে হবে বাংলার বাড়ি প্রকল্প । আর যাদের নামে ঠিকা হবে তারা নিজেরা বাড়ি করলে করতে পারবে ৷” এদিন মুম্বইয়ের ধারাভি বস্তি আদানিদের হাতে দেওয়া প্রসঙ্গ উল্লেখ করে মেয়র বলেন, “আমরা ধারাভির মত বস্তিবাসীদের উচ্ছেদ করব না । বস্তির মানুষদের সম্মানের সঙ্গে থাকতে দেব ।”

বস্তি বিভাগ সূত্রে খবর, কলকাতায় এই মুহূর্তে তালিকাভূক্ত বস্তির সংখ্যা 3079 । তবে ঠিকার আওতায় এল 1- 10 নম্বর বোরোর 2700 বস্তি । এর মধ্যে ব্যক্তি মালিকাধীন বস্তি থাকলে সেই মালিক আবেদনের ভিত্তিতে ঠিকা আওতামুক্ত হতে পারবেন । এদিকে প্রতিটা কাউন্সিলরকে জানানো হয়েছে, এই তালিকার বাইরে কোনও বস্তি তাদের নজরে এলে সেটার তথ্য দিয়ে নথিভুক্ত করতে । ব্যক্তি মালিকাধীন হলে অবশ্যই বহুতল নির্মাণের ক্ষেত্রে প্ল্যান অনুমোদন পাবে ।

এদিন ফিরহাদ হাকিম আরও জানান, এতদিন ঠিকা প্রজা নাম পরিবর্তন, সত্ত্ব হস্তান্তর এইসব আটকে ছিল । 1 মে থেকে সেটা ফের তা চালু হবে 6 মাসের জন্য । আবারও এই সময়ের মধ্যে ওগুলি করার অনুমতি মিলবে ।

One thought on “বস্তিবাসীদের জন্য সুখবর ফিরহাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *