মিলন সরকার, মুর্শিদাবাদ, ৩০ এপ্রিলঃ ফের বোমায় আক্রান্ত শৈশব। মাঠের মধ্যে পড়ে থাকা বোমায় আচমকা পা পড়ে যাওয়ায় সেই বোমা ফেটে গিয়ে আহত হয় দুই বালক। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে সামশেরগঞ্জ থানার অন্তর্গত চশকাপুর এলাকায়। চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।ঘটনার পর আজও থমথমে রয়েছে এলাকা। মোতায়েন রয়েছে পুলিশ। ফাঁকা মাঠে বোমা কোথা থেকে এল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
আহত দুই কিশোর এর নাম রাকিব শেখ (১১) ও রবজুল শেখ। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ সামশেরগঞ্জ থানার অন্তর্গত চশকাপুর এলাকায় একটি আমবাগানে তারা খেলা করছিল।মাঠের মধ্যেই মজুত করে রাখা ছিল বোমা। তার মধ্যে একটি বোমাতে পা পড়ে যায় একজনের। আর এতেই ঘটে যায় বিপত্তি। বিস্ফোরণে আহত হয় দুজনেই।রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়ে।
বিস্ফোরণের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। আহত দুই বালককে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। মাঠের মধ্যে কোথা থেকে বোমা এল সেবিষয়ে শুরু হয় তদন্ত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত এলাকায় অশান্তি তৈরির জন্য কেউ বা কারা বোমাগুলি মাঠের মধ্যে মজুদ করে রেখে থাকতে পারে।
amoxicillin for sale – https://combamoxi.com/ purchase amoxil pill
diflucan usa – flucoan buy diflucan 200mg without prescription