রানা ঘোষ, পশ্চিম বর্ধমান, ২৮ এপ্রিল : দীর্ঘদিন ধরে ভিন রাজ্য থেকে এসে মোবাইল ফোন, ল্যাপটপ চুরি করেও শেষ রক্ষা করতে পারল না দক্ষিণ ভারতের একটি দুষ্কৃতীদল। দুরগাপুরের কোক ওভেন থানার পুলিশ একটি লিলুয়ার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করেছে চেন্নাইয়ের দুষ্কৃতীদলের তিন পাণ্ডাকে। তাঁদের কাছ থেকে পাওয়া গিয়েছে ৩৪ টি নামিদামি কোম্পানির মোবাইল, ল্যাপটপ।
বিগত বেশ কয়েক বছর ধরে এই সময় দক্ষিণ ভারতের চেন্নাই থেকে একটি দুষ্কৃতী দল দুর্গাপুরে এসে শহরের বিভিন্ন এলাকা থেকে কম্পিউটার, ল্যাপটপ ও দামী মোবাইল চুরি করে ফের চেন্নাই ফিরে যায়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা দেখা গেল দুর্গাপুরে। অবশেষে কোক ওভেন থানার পুলিশের জালে ধরা পড়েছে ওই দুষ্কৃতীদলের তিনজন। পুলিশ জানতে পারে ওই দলটি এখানে কাজ করার নাম করে লিলুয়া বাঁধ এলাকায় একটি ঘর ভাড়া করে থাকত। তাদের মধ্যে একজন বোবা সেজে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের কাছে সাহায্য চাইত। সেই সময়ই সে দেখে নিত কোন কোন বাড়িতে ছাত্রছাত্রীরা কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করে। সে ওই বাড়িগুলি চিহ্নিত করে রাখত। তারপর মাঝরাতের পর দলের সঙ্গীরা বের হয়ে ওইসব বাড়ি থেকে কৌশলে কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন চুরি করে নিত।
পুলিশের কাছে এই সব চুরির অভিযোগ আসতে থাকায় নড়েচড়ে ওঠে কোক ওভেন থানার পুলিশ। অবশেষে আসে এক বড় সাফল্য। তদন্তে নেমে রবিবার রাতে লিলুয়া বাঁধ এলাকায় ওই বাড়িতে হানা দেয় পুলিশ।কয়েকজন পালিয়ে গেলেও পুলিশের জালে ধরা পড়ে তিনজন। গ্রেফতার করে হয়েছে তিন দুষ্কৃতিকে। সেখান থেকে ৩ টি ল্যাপটপ, ৩৪ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে এই দলটি প্রতি বছর চেন্নাই থেকে এসে দুর্গাপুরে এই ধরনের অপরাধ করে। চুরি করা কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফের চেন্নাইতে ফিরে গিয়ে সেখানে বিক্রি করত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই দুষ্কৃতী দল বাঁকুড়া,বিষ্ণুপুর এবং পূর্ব বর্ধমান এর বিভিন্ন এলাকায় চালাত। তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে পুলিশ জেরা করে জানতে চেয়ে ওই তিন দুষ্কৃতীকে ১০ দিন পুলিশ রিমান্ড চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।
We stumbled over here different web page and thought I should check things out.
I like what I see so now i am following you. Look forward to going over your
web page yet again.
We’re a gaggle of volunteers and opening a brand new scheme in ourr
community. Your web site provided us with
valuable information to work on. You have performed
an impressive process and our whole neighborhood shall be thankful to you.
Keep on writing, great job!