Sariul SK কালিয়াচক –১ এ অপরিবর্তিত সারিউল সেখ

Sariul SK

Sariul SK কালিয়াচক –১ এ অপরিবর্তিত সারিউল সেখ  

কালিয়াচকঃ Sariul SK কালিয়াচক –১ এ অপরিবর্তিত সারিউল সেখ। রবিবার মালদা জেলার জন্য নতুন সাংগঠনিক কমিটির ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। জেলা জুড়ে ব্লক এবং শহর মিলিয়ে সব সংগঠনের কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়েছে। মূল সংগঠন ছাড়াও যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের নেতৃত্বে একাধিক জায়গায় রদবদল হয়েছে। তবে কালিয়াচক–১ নম্বর ব্লকে সভাপতি পদে আবারও আস্থা রাখা হয়েছে সারিউল সেখের ওপর।

পরিবর্তন ও ব্যতিক্রমঃ

দলের সূত্রে খবর, অধিকাংশ ব্লকে সভাপতি পরিবর্তন হলেও কালিয়াচক–১ নম্বর ব্লকে সারিউল শেখকেই দায়িত্বে বহাল রাখল রাজ্য নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, এটি আগে থেকেই অনুমেয় ছিল। কারণ বিগত কয়েক বছর ধরে তিনি সংগঠনকে শক্ত হাতে সামলাচ্ছেন এবং ব্লকের প্রতিটি অঞ্চলে সক্রিয়ভাবে দলের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

অভ্যন্তরীণ টানাপোড়েন উপেক্ষাঃ

দলীয় সূত্রে জানা গেছে, তাঁকে সরানোর জন্য কিছু জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব চেষ্টা চালালেও ক্যামাক স্ট্রিট সেদিকে কান দেয়নি। বরং জেলা ও ব্লকের বাস্তব পরিস্থিতি বিচার করে সারিউলের ওপর আস্থা রাখল নেতৃত্ব।

কালিয়াচকে আবারও সভাপতি সারিউল সেখ >ভিডিও< 

লোকসভা নির্বাচনের স্মৃতিঃ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত লোকসভা নির্বাচনের সময় কালিয়াচককে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কই অনেকাংশে সারিউল শেখের অবস্থানকে মজবুত করে। জানা যায়, তখন এক জনপ্রতিনিধির কারণে জনসভায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় থেকেই ব্লকের ১৪টি অঞ্চলে সংগঠনের ভার নিজের কাঁধে তুলে নেন সারিউল শেখ এবং তা দক্ষতার সঙ্গে সামলান।

150 years of Kaliachak P.S পূর্তি ও পুলিশ দিবস উদযাপন 

বার্তা স্পষ্টঃ

পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট—সংগঠনের ক্ষেত্রে তৃণমূল নেতৃত্ব জনপ্রতিনিধির চেয়ে নিষ্ঠাবান ও অভিজ্ঞ কর্মীর উপরেই ভরসা রাখছে। দলের শক্ত ঘাঁটিগুলিতে স্থায়ী সংগঠন ধরে রাখতে বিশ্বস্ত নেতাকর্মীদের গুরুত্ব বাড়ছে।

সামনের চ্যালেঞ্জঃ

এখন সামনে বিধানসভা ভোটের প্রস্তুতি। সেই প্রেক্ষাপটে জেলার বিভিন্ন ব্লকে নতুন সভাপতিরা নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। আর কালিয়াচক–১ এ সারিউল শেখের পুনর্নিয়োগ যে তাঁর প্রতি দলের আস্থা আরও দৃঢ় করেছে, তা নিয়ে সংশয় নেই।

নেতৃত্বেই আস্থা রাখলেন মমতা-অভিষেক  

Sariul SK কালিয়াচক–১ এ অপরিবর্তিত সারিউল সেখ  

One thought on “Sariul SK কালিয়াচক –১ এ অপরিবর্তিত সারিউল সেখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *