ডিজিটাল বেঙ্গল, কালিয়াচক, ৩১ মেঃ বিতর্ক (Controversy) যেন কিছুতেই পিছু ছাড়ছে না মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের। কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির স্থায়ী সভাপতি নির্বাচনে তিনি বাধা সৃষ্টি করেছেন। নাম না করে বিরোধীদের একাংশ তাঁকে আক্রমণ করেছিল। তাঁর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে দলের অন্দরমহলেও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূলের জেলা সভাপতির মেয়েকে চাকরি পাইয়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে জলঘোলা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে রহিম বক্সীর মেয়ে আসিফার শবনমকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, যেখানে লক্ষ লক্ষ মেধাযুক্ত চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন তখন এইভাবেই রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দলের সভাপতির মেয়েকে চাকরি দিচ্ছেন।
বিজেপির অভিযোগ স্বজনপোষণ,পরিবারের লোকেদের কাজ পাইয়ে দেওয়া, দেওয়া তৃণমূলের কালচার। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, তাঁর দলের লোকেরা স্বজনপোষণ ও দুর্নীতি করবেনই।
তবে বিরোধীরা যাই বলুন না কেন, নিজের হয়েই সাফাই গেয়েছেন সাবিনা নিজে। টেলিফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন,কাকে চাকরি দেব, আর কাকে দেব না। এটা আমার এবং দলের ব্যাপার। সুকান্ত মজুমদারের যদি এত খারাপ লাগে তাহলে তাঁর ছেলের নামটাও পাঠান। সেটাও দেখব।তবে বিতর্কের মধ্যে না জড়িয়ে বল সাবিনার কোর্টেই ঠেলেছেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সী। তাঁর দাবি, আমার মেয়ে বিবাহিত। অন্যত্র থাকেন।কীভাবে চাকরি হয়েছে সে বিষয়ে কিছু জানি না। এটা মেয়ে এবং সাবিনা ইয়াসমিন বলতে পারবেন।
FIR | তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর, এসডিপিও অফিসে গেলেন না অনুব্রত
Excellent weblog right here! Also your site rather a lot
up fast! What web host are you using? Can I am getting your associate hyperlink for
your host? I want my web site loaded up as fast as yours lol
order amoxil online – https://combamoxi.com/ buy amoxil paypal
buy forcan sale – https://gpdifluca.com/# fluconazole sale
cenforce 100mg generic – cenforcers.com order cenforce for sale
order cialis online no prescription reviews – https://ciltadgn.com/ buy generic cialis online
tadalafil tablets 20 mg global – this letairis and tadalafil
ranitidine order online – https://aranitidine.com/ buy zantac 300mg online
viagra buy walgreens – https://strongvpls.com/ sildenafil 100mg price
Thanks for putting this up. It’s okay done. clomid espaГ±a