Prophet’s Day celebrated কালিয়াচকে সাড়ম্বরে পালিত হলো নবী দিবস
কালিয়াচক, মালদা:
প্রতি বছরের মতো এ বছরও মালদার কালিয়াচকে সাড়ম্বরে পালিত হলো নবী দিবস। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার ভোর থেকে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। “মারহাবা ইয়া মুস্তফা, মারহাবা ইয়া মুস্তফা” এবং তালা আল বাদরু আলাইনা ধ্বনিতে মুখরিত হয় মহল্লা ও জনপদ।
জুলুসে উপচে পড়া ভিড়:
গত সন্ধ্যা থেকেই বিভিন্ন গ্রামে সিরনী, তাবারুক, বিশেষ দোয়া ও ফাতেহার আয়োজন শুরু হয়। সারারাত ধরে রান্নার পর ভোরে বিশেষ দোয়া পাঠের মধ্য দিয়ে জুলুস বের হয়। কয়েক কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা শেষে সমাপ্তি ঘটে কালিয়াচক চৌরঙ্গীতে।
কালিয়াচক ও আশপাশের গ্রামাঞ্চল থেকে লক্ষাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন। ফুল ও ফল দিয়ে সাজানো গাড়ি, ব্যানার ও পতাকা নিয়ে বিভিন্ন কমিটি শোভাযাত্রায় যোগ দেয়। গোটা এলাকা পরিণত হয় এক উৎসবের আসরে।
কালিয়াচকে বিশ্ব নবীর জন্ম দিবস পালন >Facebook<
মহাফিল-ই-জলসা:
প্রতি বছরের মতো এবারও আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে কালিয়াচক ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজন করা হয় মহাফিল-ই-জলসা। সকাল থেকে শুরু হওয়া এই ধর্মীয় সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম ও বক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে নবী করিম (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরেন। পাশাপাশি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও বিশ্বশান্তি বজায় রাখার আহ্বান জানান।
ভক্তদের জন্য আয়োজন:
এদিনের শোভাযাত্রা ও জলসায় আগত ভক্ত ও পথচলতি মানুষের জন্য বিভিন্ন কমিটির পক্ষ থেকে ছিল বিশেষ খাবারের আয়োজন। শরবত, পায়েস, খিচুড়ি, বিরিয়ানি ও পোলাও বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। ভক্তদের আপ্যায়নে এগিয়ে আসে এলাকার তরুণরাও। ফলে নবী দিবস শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছিল মিলনমেলায়।
150 years of Kaliachak P.S পূর্তি ও পুলিশ দিবস উদযাপন
প্রশাসনের কড়া নজরদারি:
বিপুল জনসমাগমকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কালিয়াচক থানার পুলিশ দিনভর তৎপর ছিল। যান চলাচল নিয়ন্ত্রণ থেকে শুরু করে শোভাযাত্রার নিরাপত্তা—সবেতেই ছিল প্রশাসনের নজরদারি। ফলে কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই নির্বিঘ্নে সম্পন্ন হয় এই মহোৎসব।
উৎসবমুখর পরিবেশ:
দিনভর কালিয়াচকের অলিগলি, রাস্তা ও চৌরঙ্গীতে ছিল উৎসবের আবহ। বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে শিশু ও তরুণদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নবী দিবসকে ঘিরে গোটা এলাকায় তৈরি হয়েছিল এক বিশেষ আবেগঘন পরিবেশ।
নবী দিবস উপলক্ষে আয়োজিত এই বিশাল জুলুস ও জলসা আবারও প্রমাণ করল, কালিয়াচক কেবল মালদারই নয়, সমগ্র বাংলার অন্যতম বড় কেন্দ্র যেখানে ধর্মীয় আবেগ ও সামাজিক সম্প্রীতির অনন্য সমন্বয় ঘটে। Prophet’s Day celebrated
 
				 
			 
			 
			
Si vous cherchez la version officielle, prenez-la sur ce site.
Me encanta esta página, es muy fácil conocer gente nueva. Entrar a Uhmegle y probarlo gratis.
If you want rules, check here.
Sehr empfehlenswert: hier klicken.
شركة تسليك مجاري بالاحساء
I do agree with all of the ideas you’ve presented in your post. They’re very convincing and will certainly work. Still, the posts are too short for beginners. Could you please extend them a bit from next time? Thanks for the post.
Thank you for sharing with us, I believe this website really stands out : D.
**mind vault**
mind vault is a premium cognitive support formula created for adults 45+. It’s thoughtfully designed to help maintain clear thinking
**prostadine**
prostadine is a next-generation prostate support formula designed to help maintain, restore, and enhance optimal male prostate performance.
**gl pro**
gl pro is a natural dietary supplement designed to promote balanced blood sugar levels and curb sugar cravings.
**breathe**
breathe is a plant-powered tincture crafted to promote lung performance and enhance your breathing quality.