মুর্শিদাবাদ কাণ্ডে বহিরাগত যোগ, দাবি মুখ্যমন্ত্রীর

CM may visit Malda and Murshidabad in early May

ডিজিটাল ডেস্ক, মেদিনীপুর, ২২ এপ্রিল– মুর্শিদাবাদের জাফরাবাদে খুনকাণ্ডে গ্রেপ্তার উড়িষ্যার ৮। মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ধুলিয়ান জাফরাবাদ প্রভৃতি এলাকায় অশান্তি সৃষ্টিতে বহিরাগত বহিরাগতরা যে যুক্ত রয়েছেন এর আগে একাধিকবার অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগ প্রমাণিত হলো। এবার সেই একই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুর্শিদাবাদে বহিরাগত এনে হামলা চালানো হয়েছে। মেদিনীপুর কলেজ মাঠে আয়োজিত প্রশাসনিক সভায় এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, এই গণ্ডগোলে যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের সাহায্য করবে রাজ্য সরকার।

ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবি ঘিরে হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদ জেলায়। বিশেষ করে সুতি, জঙ্গিপুরে, ধুলিয়ান, সামশেরগঞ্জে হিংসা ছড়িয়ে পড়েছিল মারাত্মকভাবে। হিংসার বলি হয়েছেন তিনজন। হিংসায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এবার মুর্শিদাবাদের ঘটনায় বহিরাগতদের ঘাড়ে দোষ চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে তিনি বলেছেন, ‘ধুলিয়ানে দুটো ওয়ার্ডে ঝামেলা হয়েছে। কীভাবে বহিরাগতদের এনে ঝামেলা পাকানো হয়েছে, তা খতিয়ে দেখা হবে।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন। যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া যাঁদের দোকানের ক্ষতি হয়েছে, তাঁদেরও সহযোগিতা করবে রাজ্য সরকার।

মমতার পালটা মুখ কি মীনাক্ষী, ঠাই দলের রাজ্য সম্পাদক মণ্ডলীতে

One thought on “মুর্শিদাবাদ কাণ্ডে বহিরাগত যোগ, দাবি মুখ্যমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *