Mothabari তিন হাজার মানুষের মানববন্ধন সম্প্রীতির নজির

Mothabari

ডিজিটাল বেঙ্গল, মোথাবাড়ি, ১৬ এপ্রিল- Mothabari বাংলা দিবসে তৃণমূলের তরফে অনুষ্ঠিত হল মানববন্ধন ক্রমসূচি।প্রায় তিন হাজার মানুষের এই কর্মসূচিতে শামিল হয়েছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক ২ ব্লক তৃণমূলের সভাপতি তথা মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ প্রমুখ। হাতে হাত রেখে আগামিদিনে সকলে একসঙ্গে মিলেমিশে থাকার শপথ নেন।
বিভেদকামীদের মুখে কালি। কিছু দুষ্কৃতীদের কার্যকলাপে উত্তেজনার সৃষ্টি হয় মোথাবাড়িতে। পুলিশের কড়া পদক্ষেপের পর কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় সেখানে। তারপর ধীরে ধীরে এলাকায় এখন প্রায় শান্ত। সকলেই এখন ফিরে এসেছেন স্বাভাবিক জীবনযাপনে। তারপরেও নিজেদের মধ্যে মনোমালিন্য ভাঙিয়ে নিতে বাংলা দিবসকে কাজে লাগালেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন। রাজ্যজুড়ে মঙ্গলবার পালিত হয় বাংলা দিবস। ১ বৈশাখ নববর্ষ ও বাংলা দিবস উপলক্ষে মোথাবাড়ী চৌরঙ্গিতে জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনীতির উর্দ্ধে উঠে শান্তি ও সম্প্রীতির বার্তাবাহক হিসেবে সকল সম্প্রদায়ের প্রায় তিন হাজার মানুষ নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন মন্ত্রী। এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ সহ উভয় সম্প্রদায়ের প্রায় তিন হাজারের মতো মানুষজন। Mothabari

4 thoughts on “Mothabari তিন হাজার মানুষের মানববন্ধন সম্প্রীতির নজির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *