ডিজিটাল বেঙ্গল, পুরাতন মালদা্, ৭ মেঃ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসাবে সতর্কতার জন্য সারা দেশের পাশাপাশি পুরাতন মালদাতেও বুধবার সকালে মঙ্গলবাড়ি ঘোষপাড়ার বর্ণপরিচয় শিশুশিক্ষা নিকেতনে আয়োজন করা হয়েছিল মক ড্রিলের (Mock drill)। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা কর্মী বিপ্লব ঝাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন দমকল বিভাগের কর্মীরা। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসেবে এই স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের প্রশিক্ষণ দেওয়া হয়।যুদ্ধকালীন পরিস্থিতিতে করণীয় বিষয় সম্পর্কে অবহিত করেন দমকল ও সেনাবিভাগের প্রাক্তন কর্মী।
যুদ্ধের আগে সাইরেন বাজলে আত্মরক্ষা কীভাবে নিজেকে রক্ষা করতে হবে, সেই বিষয়ে সচেতন করা হয়। কেউ ঘরের বাইরে থাকলে অথবা ক্লাসরুম ,অফিস আদালতে থাকলে হঠাৎ করে হামলা হলে দুই হঠাত সাইরেন বেজে ওঠার পর দুই কানে হাত দিয়ে কীভাবে সুরক্ষিত জায়গায় যেতে হবে, সেই বিষয়ে প্রশিক্ষণ দেন পরামর্শ দাতারা। এছাড়া রাতের বেলা সাইরেন বাজলে আলো নিভিয়ে দেওয়ার জন্য সতর্ক করা হয়।
স্কুলের কর্ণধার সৌমেন সরকার জানান, গোটা দেশে যুদ্ধের প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে ৭ মে অর্থাৎ আজ রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন প্রস্তুতির আগে মক ড্রিলের।
সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা স্কুলের ছাত্রছাত্রীসহ অভিভাবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হলো। ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রশিক্ষণ দিতে হাজির ছিলেন প্রাক্তন সেনা কর্মী বিপ্লব ঝা ও দমকল বিভাগের কর্মীরা। বর্তমান পরিস্থিতিতে যদি যুদ্ধ বাধে, তবে কীভাবে আত্ম্ররক্ষা করতে হবে, সেই বিষয়ে প্রশিক্ষণ পেয়ে সক্লেই উপকৃত হয়েছেন।
I’ve read a few excellent stuff here. Certainly value bookmarking
for revisiting. I wonder how much attempt you put to create any such magnificent informative web
site.