কানাডার নির্বাচনে জয়ী মার্ক কার্লের লিবারেল পার্টি

Mark Carle's Liberal Party wins Canadian election

ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ৩০ এপ্রিল ঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ধিত শুল্কের হাত থেকে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবেন তিনি ৷ নির্বাচনী প্রচারে কানাডাবাসীকে বারবার এমনই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নে৷ কানাডাবাসীও তাঁর সেই আশ্বাসের উপরই ভরসা রাখল ৷ কানাডার নির্বাচনে জয়ী মার্ক কার্নের লিবারেল পার্টি ৷

কানাডার প্রধানমন্ত্রীর এই জয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কানাডার সাধারণ নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী মার্ক কার্নে ও তাঁর দল লিবারেল পার্টিকে অনেক শুভেচ্ছা ৷ গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের প্রতি দায়বদ্ধতার বিষয়ে ও দেশবাসীর প্রতি ভারত ও কানাডার দৃষ্টিভঙ্গি সমান ৷

স্থানীয় সংবাদমাধ্যম সিবিসি ও সিটিভি নিউজ তাদের নির্বাচনী সমীক্ষায় আগেই জানায়, কানাডায় পরবর্তী সরকার গঠন করবে লিবারেলরা ৷ যদিও, সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে দ্বিধা রয়েছে ৷ অবশেষে সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে গেল ৷ তবে সোমবার কানাডার এই নির্বাচনী ফলাফলে এটা প্রমাণিত, সেদেশের অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলা ও প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হতে প্রস্তুত মার্ক কার্নে ৷

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ও কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার হুমকি কানাডাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি করে ৷ এই আবহে নির্বাচন ঘোষণা করে ট্রাম্প-বিরোধী প্রচার শুরু করেন মার্ক ৷ সেই প্রচারেই সারা মিলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ৷ উল্লেখ্য, জানুয়ারিতে সেদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন জাস্টিন ট্রুডো ৷ তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় মার্ক কার্নেকে ৷ কোনও রকম নির্বাচন প্রক্রিয়া ছাড়াই দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হন লিবারেল পার্টির এই নেতা ৷ এবার নিয়ম মেনে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে কানাডার ক্ষমতায় ফিরলেন তিনি৷

দীর্ঘদিন কানাডা ও ব্রিটেনে সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর পদে ছিলেন মার্ক কার্নে ৷ সুতরাং, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে লিবারেল পার্টির এই নেতার ৷ আর সেই অভিজ্ঞতাতেই ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি বলে মনে করা হচ্ছে ৷ শুধু বর্ধিত শুল্ক নয়, কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও দূরত্ব বেড়েছে আমেরিকার ৷ উল্লেখ্য, এতদিন কানাডায় অবস্থিত একাধিক অটোমোবাইল সংস্থার সঙ্গে ব্যবসা করেছে আমেরিকা ৷ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সেই সমস্ত সংস্থাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৷ অবশ্য, আমেরিকাকে যোগ্য জবাব দেওয়ার জন্য আন্তর্জাতিক স্তরে বাণিজ্য প্রসার ঘটাবেন বলে কানাডাবাসীকে আশ্বাস দেন মার্ক কার্নে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *