Electric সচেতনতা শিবির কালিয়াচক গার্লস হাই স্কুলে
কালিয়াচক, মালদা:
বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL) এক বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করল। বৃহস্পতিবার বিকেল ৩টায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় কালিয়াচক গার্লস হাই স্কুল প্রাঙ্গণে।
বিদ্যুৎ সচেতনতা শিবির কালিয়াচক গার্লস হাই স্কুলে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBSEDCL-এর মালদা রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস, এইচআর ম্যানেজার আমজাদ আলি, ডিভিশনাল ম্যানেজার শক্তি কুমার সিং, মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রাহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি শামীমা পারভীন, কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার এবং কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী।
শিবিরে বিদ্যুৎ নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। যেমন— খোলা বৈদ্যুতিক তার, ভেজা ট্রান্সফর্মারের সংস্পর্শে না যাওয়া, ভেজা হাতে বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ না করা এবং বৈদ্যুতিক খুঁটি বা যন্ত্রাংশে হাত না দেওয়ার মতো সতর্কতামূলক বার্তা দেওয়া হয়। বিশেষ করে কৃষিজমিতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার বেআইনি— এই বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়।
Airport | চলতি বছরেই চালু হতে পারে মালদা বিমানবন্দর, বরাদ্দ ১৫ কোটি
শিক্ষার্থীদের উত্সাহী অংশগ্রহণে শিবিরটি অত্যন্ত ফলপ্রসূ হয়। WBSEDCL-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে জেলার বিভিন্ন স্কুল ও জনবহুল এলাকায় আরও এমন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে।
Electric সচেতনতা শিবির Electric সচেতনতা শিবির
2 thoughts on “Electric সচেতনতা শিবির কালিয়াচক গার্লস হাই স্কুলে”