Dr. Najibar Rahman মায়া মুগ্ধ পেলিং

dr-najibar-rahman

dr-najibar-rahman মায়া মুগ্ধ পেলিং।

কুয়াশা-চুম্বিত পাহাড়গুলি
আমার হৃদয়ের গভীরে,
আলোড়ন তোলে।
আমার মানষ পটে,
মধুর মুহূর্তগুলি উজ্জ্বল আলপনা আঁকে,
আমি পৌঁছাই স্নিগ্ধ পেলিংয়ে,
একটি মুগ্ধ। বসন্তের সকালে।

মায়াবী আকর্ষণের ডাকে,
শুরু হয়েছিল আমার যাত্রা,
গাড়ি চলেছিল ওঠানামার সুরেলা সংগীতে,
যেন নীরবে দোলে অরণ্যের ডাল,
যেন ভোর আনে সোনালি দিনের আলো।

কুয়াশা-তুষারে মুকুট পরা,
মোহময় পর্বতশ্রেণী,আকাশ ফুঁড়তে চায় যখন তাকাই ডান হাতে,
গুনগুন গানে স্বচ্ছ স্রোতস্বিনী,
চলে অতল তলে দেখি যখন বামে।

নীল আকাশ,
এক বিশাল পরিষ্কার ক্যানভাস,
সন্ধ্যার রক্তিম আভা ঝিলমিলিয়ে,
প্রেমময় রাতকে আহ্বান করে।

ওহ পেলিং! তোমার বক্ষে আমি দাঁড়াই,
তুমি চির ভাস্বর হও,
আমার হৃদয়ের অন্তঃস্থলে ।

মৃদুমন্দ বাতাসে ভেসে ভেসে,
এক কবি গান গাই,
পাইন গাছের সবুজ-নীলাভ ছায়ায়,
মহান গাথা ও পবিত্র মন্ত্রের ছোঁয়ায়,
এই শোভা এত পবিত্র, এত নির্মল,
আমি খুঁজে পাই পৃথিবী,
বুঝে পাই এ যেন আমার জন্যই তৈরি।
আমার পেলিং, যেখানে,
স্বর্গ ছুঁয়েছে মর্তের চূড়া,
হরিত পথগুলি স্পর্শ করে,
মন- মসজিদ-মন্দির-গির্জা-মঠ
আরো যতসব।

dr-najibar-rahman

Abul Khair জাতি হারাল আবার এক উজ্জ্বল নক্ষত্রকে

দুই

প্রজাপতির ঝাঁক তুষার-রানীর দেশে

বসন্তের সবিশেষ রেশে
কাঞ্চনজঙ্ঘার দেশে
আমরা এসেছি,
পেলিংয়ের পথে, —
কালিয়াচক কলেজের যৌবন-দীপ্ত
প্রজাপতিদের ডানাই চড়ে ,
এই আগমনের শুভক্ষণে,
মেঘেরা হাসে, পাহাড় উঠে গেয়ে।

মেঘলা আকাশের বক্ষ চিরে,
চিক চিক কিরনের আলতো ছোঁয়ায়,
ভোর হলে দোর খুলে,
ধবধবে শুভ্র তুষাররাণী,
উঠে জেগে,
কাঞ্চনজঙ্ঘার মুকুট মণিতে,
অপরূপ দৃশ্যপট,
হৃদয় কাড়ে নিমেষে,
হোটেলের বারান্দায়,
কচিকাঁচারা তর্জনী ছড়িয়ে,
প্রাণ ভরে নিলো চোখ জুড়িয়ে।

স্নিগ্ধ দুপুরে চেনরিগ বুদ্ধ মঠে,
রোমাঞ্চময় স্কাইওয়াক,
ছাড়িতে চায় না আমায়।

কারুকার্যময় মঠে প্রার্থনার ধ্বনি,
আমি শুনি নাই,
সারি সারি শাল ভরা,
চারিদিকে পাইন এর আলপনা আঁকা,
পাহাড়ি শাড়ির আঁচলে,
যেন রাখতে চায় জড়িয়ে।
কেন এত সুন্দর এ পৃথিবী-নারী?
মেঘ-ধোয়া বোবা পাহাড়
জবাব দিতে নারি!

ঝিরঝিরি বৃষ্টি-ভেজা
বিকালের আলোয়
বিদায়ের বেলা,
বিকাশের বাহনের জানালায়,
দেখিনু চেয়ে
পিছনে পড়ে থাকে সবুজের গালিচা—
কাঁদেনি কেহ শপথের পরে শপথ নেয়,
আবার ফিরবো এই দেশে!

এবার ফেরিওয়ালাদের মারধর ইউপিতে, উল্টো আটক ২৩ বাঙালি, কালিয়াচক থানায় উপস্থিত পরিবারের লোকজন

লিয়াচক কলেজের প্রিন্সিপাল ডক্টর নাজিবর রহমানের দুটি কবিতা একসঙ্গে আপলোড করা হল