সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি দিলীপ ঘোষের

diip ghosh

ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ১০ এপ্রিল— ওয়াকফ বিল আইনে রূপান্তরিত হওয়ার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি  তৈরি হয়েছে রাজ্যের একাংশে। বিশেষ করে মুরশিদবাদের জঙ্গিপুর, রঘুনানাথগঞ্জ, সুতি থানার একাংশে পথে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। পরিস্থিতি মোকাবিলায় ১৬৩ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন।আজও থমথমে রয়েছে এলাকা।

এরই মধ্যে রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । বুধবার দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে বেরিয়ে এমনই মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন, ‘সিদ্দিকুল্লা চোধুরীর মতো সাম্প্রদায়িক লোকেদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় এসেছেন। আর তাই নিরুপায় হয়ে এঁদেরকে মাথায় করে রেখেছেন। দেশদ্রোহিতার কারণে সিদ্দিকুল্লা চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলে ঢোকানো উচিত।’ ওয়াকফ নিয়ে অশান্তি হওয়ার পেছনে রাজ্যের শাসকদলের কিছু নেতার উসকানিকেই দায়ী করেছেন দিলীপ। তাঁর কথায়, এই ধরনের কোনও কিছু হলে, তার বিরোধিতায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের নামিয়ে দেওয়া হয়।

পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘অভিষেক তো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালে আহত পুলিশকর্মীদের দেখার পরে বলেছিলেন, উনি থাকলে কপালে নাকি গুলি করতেন। আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে? দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি করার কথা বলুন। সিংহাসন টলে যাবে। রাস্তায় নেমে আসবেন অভিষেক। আর সেই ভয়ে উনি চুপ।’

 

 

One thought on “সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেপ্তারের দাবি দিলীপ ঘোষের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *