মহাবীর জয়ন্তীতে রক্তদান শিবির

blood donation camp

ওয়েব ডেস্ক, মালদা, ১০ এপ্রিল- ভগবান মহাবীরের ২৬২৪ তম জন্মজয়ন্তী পুরাতন মালদায়। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সাহাপুর সেতু মোড়ের কাছে শ্রীদিগম্বর জৈন মন্দির ট্রাস্টের মানবিক উদ্যোগে এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ৩৫ জন রক্তদাতা রক্তদান করে সংকটময় মুহূর্তে মানবিকতার নজির গড়েন।

শিবিরে উপস্থিত ছিলেন শ্রী দিগম্বর জৈন মন্দির ট্রাস্টের সভাপতি মনোজকুমার জৈন ,সম্পাদক সুশীল জৈন, সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিলকুমার সাহা, সমাজকর্মী সুরজিৎ মন্ডল প্রমুখ।সম্প্রদায়ের অন্যতম সদস্য তারাচৈন জৈন জানান, আমাদের ভগবান মহাবীরের মূল বাণী হচ্ছে, জিও এবং জিনে দো অর্থাৎ জীবে প্রেম করায় হচ্ছে আসল ধর্ম। তাই মানবসেবার জন্যই আমাদের এই আজকের মহতি উদ্যোগ রক্তদান শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *