মালদা ও মুর্শিদাবাদ, ডিজিটাল বেঙ্গল, ২৪ এপ্রিল: cm-may-visit আগামী মাসের প্রথমেই মালদা ও মুর্শিদাবাদ সফরের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি দুই জ্জেলার কিছু অংশে আইনশৃঙ্খলা নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। তবুও সতর্ক রয়েছে প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বৈঠকের পাশাপাশি এলাকাগুলি পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী।তবে কবে নাগাদ তিনি জেলা সফরে বের হবেন, তা প্রশাসন বা রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়নি।
নতুন রূপে সাজছে মলদার রামকেলি
ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে প্রতিবাদ ঘিরে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ (Murshidabad)। হিংসার ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। এই আবহে আগামী মাসে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়)। মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন তিনি। পাশাপাশি মালদা জেলার মোথাবাড়ি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল, সেই বিষয়ে খোঁজ নিতে মালদায় আসার সম্ভাবনাও রয়েছে তাঁর। মুর্শিদাবাদে নিহতদের ছেলেমেয়েদের পড়াশোনার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করতে পারে, সে কথাও এদিন জানান তিনি।
সভায় একাধিক প্রসঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টানেন মমতা। জানান, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর মে মাসের শুরুতে মুর্শিদাবাদে যাবেন তিনি। অশান্তির জেরে যাঁদের বাড়িঘর, দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদেরও সাধ্যমতো সাহায্য করবে সরকার।
মমতা বলেন, ‘মনে রাখবেন একটা অশান্তি হয়েছে, দুঃখজনক। সেটাও বহিরাগতরা কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে করেছে। কীভাবে করেছে, সেই চক্রান্ত আমরা ফাঁস করব।’ এদিন আশ্বাসের সুরে মমতা বলেন, ‘কাদের বাড়ি, দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা সমীক্ষা করে দেখছি। আমি মে মাসের শুরুতে যাব, তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এটুকু ভরসা আপনারা করতে পারেন, এটুকু নিশ্চিন্তে থাকতে পারেন।’ এদিন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
সূত্রের খবর, এই দুই জেলায় আসার পর জেলার আইনশৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন। জেলায় বহিরাগতদের গতিবিধির ওপর নজরদারি চালানোর জন্য নির্দেশ দিতে পারেন প্রশাসনিক কর্তাদের। এছাড়াও মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ ও মালদা জেলার মোথাবাড়িতেও মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলতে পারেন সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে। cm-may-visit
One thought on “cm-may-visit মে মাসের প্রথমেই মালদা ও মুর্শিদাবাদ আসতে পারেন মুখ্যমন্ত্রী”