মিলন সরকার,মুর্শিদাবাদ, ৫ মেঃ– দীঘা থেকে ফিরে আগামীকাল মুর্শিদাবাদে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সুতি থানার কেডি হাইস্কুল মাঠে তিনি সভা করবেন বলে জানা গিয়েছে। এর আগেই প্রশাসনের তরফে মাঠ পরিদর্শন করে নিরাপত্তা সহ অন্য ব্যবস্থাগুলি খতিয়ে দেখা হয়েছে হয়েছে। মুখ্যমন্ত্রীর আসার আগে আজ সেই মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।জেলা প্রশাসনের আধিকারিক ছাড়াও তৃণমূলের নেতারাও এদিন শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, প্রশাসনিক পদাধিকারী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সরকারি তুলে দেওয়ার পাশাপাশি মুর্শিদাবাদে কয়েকটি জায়গায় যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তার বিরুদ্ধেও সরাফ হতে পারেন মমতা বলে মনে করা হচ্ছে।
কিছুদিন আগেই মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, সেই সময় সুতি, সামশেরগঞ্জ, জঙ্গিপুর সহ একাধিক জায়গায় সেই আন্দোলন হিংসাত্মক চেহারা নেয়। সামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে বাবা ও ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছিল একটি গোষ্ঠীর বিরুদ্ধে। চলে দোকানপাট ভাঙচুর, বাড়ি ভাঙচুর। মুর্শিদাবাদ জেলার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গেলে ও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি।বাধ্য হয়েভ পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। আটক করা হয় শতাধিক মানুষকে। তারপরেও গণ্ডগোল না থামায় শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মিলিত চেষ্টায় ঝামেলা থামলেও চাপা উত্তেজনা রয়েছে। উত্তেজনাপ্রবণ এলাকাচগুলিতে নজর অব্যাহত রয়েছে।
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও আতঙ্কে মুর্শিদাবাদের বহু মানুষ গঙ্গা পার হয়ে চলে আসেন মালদা জেলার বৈষ্ণবনগরে। পারলালপুর হাইস্কুলে তাদের থাকার ব্যবস্থা করে প্রশাসন।পরে অবশ্য নিরাপত্তার আশ্বাস মেলার পর ঘরছাড়া পরিবারগুলি ফিরে গিয়েছেন।
সেই ঘটনার কয়েকদিন পর মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভার পাশাপাশি যে সমস্ত পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের হাতে সাহায্য তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্য প্রশাসনের প্রধানের আগমনের আগে সাজো সাজো রব মুর্শিদাবাদ সহ সামশেরগঞ্জজুড়ে। নিহত বাবা ও ছেলের বাড়ির সামনে বসানো হয়েছে নতুন দরজা। এছাড়াও ভাঙ্গাচোরা বাড়িঘর ও দোকানগুলিও প্রশাসনের তরফে মেরামত করা হয়েছে। তিনি আগেই জানিয়েছেন, এই রাজ্যে ওয়াকফ আইন কার্যকরী করা হবে না। আগামীকালের কেডি হাইস্কুলের মাঠ থেকে সম্ভবত সেই বার্তাই দিতে পারেন বলে মনে করছে জেলার অভিজ্ঞ মহল।
Terrorism | সন্ত্রাসের বিরুদ্ধে আপস নয়, পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
One thought on “Chief Minister | আগামীকাল মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী”