bomb blast আবার দুপুরে বোম ব্লাস্ট, আহত এক
ডিজিটাল বেঙ্গল, ওয়েব ডেস্ক, পশ্চিম বর্ধমানঃ bomb blast আবার দুপুরে বোম ব্লাস্ট, আহত এক। ঘটনায় কেন্দ্র করে আতঙ্ক পশ্চিম বর্ধমানের স্টিল টাউনশিপের নিউটন মস্তি এলাকায়। আজ আনুমানিক দুপুর বারোটা নাগাদ বস্তি এলাকায় বিকট শব্দে বোমাটি ফাটে। ঘটনায় আহত হন সজল ঘোষ নামে এক ব্যক্তি।
Afrin sultana হুগলির পাণ্ডুয়ার আফরিন সুলতানা
বোমার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তবে ওই এলাকায় কিভাবে বোমা এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকাটির সিল করে দেয়। এসিপি সুবিধায় জানান। বারুদ পাওয়া গেছে। বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। বারুদ থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে।
কালিয়াচকে উদ্ধার এবার পাঁচ জার বোমা
বোমা বিস্ফোরণ হয়নি। বাড়ি বা ছাদের চাল উড়ে যেতে পারতো। কিন্তু তা হয়নি। অন্যদিকে পশ্চিম বর্ধমানের তৃণমূল ব্লক সভাপতি রাজিব ঘোষ দাবি করেছেন, বোমা ফেটে একজন ব্যক্তি আহত হয়েছেন। আহত সজল কোষ কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও বম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে।
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
cheap amoxil without prescription – comba moxi how to get amoxicillin without a prescription
buy diflucan 100mg online – order fluconazole 200mg generic fluconazole 100mg tablet
cenforce 50mg price – https://cenforcers.com/ buy cenforce sale