Babla Murder Case | বাবলা খুনে ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

Reconstruction of the incident involving the person arrested in the Babla murder case

মালদা: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের (Babla Murder Case) ঘটনায় অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহনকে গ্রেপ্ত্রার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তাঁকে নিয়েই পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করল। ঘণ্টাখানেক ধরে মোটরবাইকে চেপে, পায়ে হেঁটে চলতে থাকে পুলিশি তদন্ত ঘটনাস্থলে পৌঁছানো, খুন করা, পালানো সবই তদন্তকারী অফিসারদের জানায় রোহন তদন্তের স্বার্থে নরেন্দ্রনাথ তিওয়ারিকে ফের পুলিশি হেপাজতে নিয়ে রোহনের মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনার কথাও পুলিশসূত্রে শোনা যাচ্ছে যদিও পুরো বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ইংরেজবাজার থানার অফিসাররা

রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রোহনকে সঙ্গে নিয়ে বাবলা সরকার খুনের ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। ছিলেন ইংরেজবাজার থানার আইসি, ঘটনার তদন্তকারী অফিসার সহ অন্যান্য অফিসাররা। সেখানে রোহন পুলিশকে দেখায় কীভাবে সে মোটরবাইকে এসেছিল, কীভাবে দোকানে ঢুকে দুলাল সরকারকে খুন করা হয়েছিল

কাজ সারার পর কোন রাস্তা দিয়ে অভিযুক্তরা পালায় তাও পুলিশকে জানায় ঘটনার অন্যতম অভিযুক্ত। বয়ান অনুযায়ী সেই রাস্তা দিয়েই রোহনকে নিয়ে যান তদন্তকারী অফিসাররা। এলাকার ডিজেল শেডের পেছনে জঙ্গলেও যেতে দেখা যায় রোহন সহ ইংরেজবাজার থানার আধিকারিকদের। সম্ভবত সেখানেই খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ফেলে পোশাক পরিবর্তন করেছিল অভিযুক্তরা। পুরো ঘটনা ভিডিওগ্রাফিও করা হয় পুলিশের তরফে

তদন্তকারীদের সূত্রে খবর, হেপাজতে নেওয়ার পর থেকে দফায় দফায় রোহনকে জেরা করছেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। প্রতিটি বয়ানের সঙ্গে ঘটনার মিল খুঁজতে বেশ কয়েকবার ঘটনাস্থলেও নিয়ে যাওয়া হচ্ছে রোহনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কারণ নিয়ে জমির প্রসঙ্গ উঠে এলেও এর পেছনে আরও কিছু থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারী অফিসাররা। সেক্ষেত্রে ঘটনার মূল চক্রী হিসেবে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে রোহনকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে

গত জানুয়ারি নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে। সেই ঘটনায় মোট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পলাতক আরও এক অভিযুক্ত বাবলু যাদব। তার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে। এদিকে, ঘটনার তদন্তে প্রথম থেকেই রোহনের নাম উঠে আসছিল। এরই মধ্যে খুনের ঘটনায় মূল চক্রী হিসেবে গ্রেপ্তার করা হয় টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি স্বপন শর্মাকে। তিন মাসের বেশি সময় ধরে পলাতক থাকার পর অবশেষে কাটিহার থেকে গ্রেপ্তার করা হয় রোহনকে

Firing | মুখ্যমন্ত্রীর সফরের আগেই বহরমপুরে এলোপাতাড়ি গুলি, গ্রেপ্তার দুই

One thought on “Babla Murder Case | বাবলা খুনে ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *