ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ৫ মে–= কাশ্মীরে পহেলগাও কাণ্ডে (Terrorism) খেতে গেছে ১৪দিন.। ভয়াবহ জঙ্গি হানায় (Terrorism) ১৪ জনের প্রাণ গিয়েছে। নারকীয় সেই ঘটনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সারা দেশ। কিন্তু সেই ঘটনার পর প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও ভারতের তরফে কোনও কড়া পদক্ষেপ করা হয়নি। সিন্ধু জলচুক্তি বাতিলের হুমকি দিলেও শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছে। তবে পাকিস্তানি জঙ্গিদের যে কোনভাবেই রেয়াত করা হবে না তা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ তিন সেনাবাহিন প্রধানকে নিয়ে বৈঠক করেছেন। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দিয়েছিলেন, সন্ত্রাসের বিরুদ্ধে কোনোরকম আপস করা হবে না।
একমনই যুদ্ধ পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এমনকি সন্ত্রাস মোকাবিলায় সেনাবাহিনীকে তিনি খোলা ছাড়পত্রও দিয়েছিলেন।জানিয়েছিলেন, সেনা বাহিনী চাইলে নিজেদের মতো করেই লড়াই চালাতে পারবে। সেই ঘটণার পর ভারত ও পাকিস্তানের সীমান্তে দুই দেশ সেনা সমাবেশ ঘটালেও আজও প্রত্যাঘাত হয়নি। তাই দেশজুড়ে প্রত্যাঘাতের দাবিতে পথে নেমেছেন বহু সাধারণ মানুষ। তবে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। যে কোন মুহূর্তে আক্রমণ হতে পারে পাকিস্তানের ওপর।
ইতিমধ্যে পাঞ্জাবের একটি ক্যান্টনমেন্টে ব্ল্যাক আউট মহড়া চালিয়েছে সেনাবাহিনীর জল স্থল ও আকাশ বাহিনীর সেনারা। হয়েছে ব্ল্যাক আউট মহড়াও। জঙ্গিদের খোঁজে এখনো তলাতে চললেও এখনো তাদের কারো সন্ধান মেলেনি । তবে দেশজুড়ে সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন পলাশী চালিয়ে যাচ্ছে। পাকিস্তানি জঙ্গিদের ধরতে বা ভারতে তাদের কার্যকলাপ চালাতে কোনভাবেই যে আর আপস করা হবে না তা এক প্রকাশ স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রীসহ সেনাবাহিনীর কর্তারা। যুদ্ধ প্রায় নিশ্চিত ধরে নিয়েই সেনাবাহিনী এগোচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটার দিকে তাকিয়ে সারাদেশ। আর এরই মধ্যে আজ পহেলগাওয়ে এক সোনার দেহ মিলেছে। মনে করা হচ্ছে চোরাগুপ্তাভাবে লুকিয়ে থাকা জঙ্গিরাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাই আর কোনো নাশকতা ঘটানোর আগেই তাদের খুঁজে বের করতে মরিয়া সেনাবাহিনী। এর জন্য তারা যে কোন মূল্য দিতে প্রস্তুত রয়েছে বলে জানা গিয়েছে।
Madrasha Results | কালিয়াচকে হকারের মেয়ে মাদ্রাসায় রাজ্যে তৃতীয়
One thought on “Terrorism | সন্ত্রাসের বিরুদ্ধে আপস নয়, পাকিস্তানকে কড়া বার্তা ভারতের”