পুরাতন মালদা, ডিজিটাল বেঙ্গল, ২৬ এপ্রিলঃ শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদা শহর এবং ব্লক কংগ্রেসের উদ্যোগে কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটকদের প্রতি সমবেদনা জানাতে শোকসভা কর্মসূচি গ্রহণ করা হয়।
নিহত পর্যটকদের প্রতি সমবেদনা জানাতে মোমবাতি জ্বালিয়ে আত্মার শান্তি কামনার জন্য নীরবতা পালন করেন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা মালদা জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার,শহর ও ব্লক কংগ্রেসের সভাপতি প্রানাতোষ ঘোষ এবং গোপাল সরকার , কংগ্রেসের শ্রমিক নেতা শিবনাথ শুকুল সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
এদিন পুরাতন মালদার মৌলপুর জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি জ্বালিয়ে এই কর্মসূচী পালন করা হয়। কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার জানান, গোটা ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের নির্দেশে এই নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে আমরা দলমত নির্বিশেষে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হবো।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?