অবশেষে পৃথিবীর মাটিতে সুনীতা ও বুচ

পৃথিবীর মাটিতে সুনীতা

ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ১৯ মার্চঃ অবশেষে নয় মাসের টানটান উত্তেজনার যবনিকাপাত। সমস্ত বাধা কাটিয়ে পৃথিবীর মাটিতে পা দিলেন মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামস ও তার সঙ্গী বুচ উইলমোর। মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামেন সুনীতা ও তাঁর সঙ্গী বুচ উইলমোর।ভারতীয় সময় ভোর সাড়ে ৩টে নাগাদ নিরাপদেই ফ্লোরিডা উপকূলের সমুদ্রের জলে নামে তাদের মহাকাশযান। সকলের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় সুনীতাকে। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ১৭ ঘণ্টার সফর শেষ করে এই নভশ্চররা নির্বিঘ্নেই পৃথিবীর মাটিতে পা রাখায় স্বস্তিতে সকলে।সুনীতাদের ফেরাতে রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছোয় স্পেসএক্সের ড্রাগন যান ক্রু নাইন। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাঁদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা এবং বুচ।
২০২৪ সালের ৫ জুন বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে সুনীতা ও বুচ মহাকাশে যাত্রা করেছিলেন। ঠিক ছিল ৮ দিন কাটিয়ে ফিরবেন তারা। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় তাদের পৃথিবীতে ফেরা আটকে যায়। আট দিনের জায়গায় ৯ মাস ধরে আটকে ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত নাসা-স্পেস এক্সের রকেট তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনল। ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামস পৃথিবীতে ফেরায় উৎসবে মেতেছে গুজরাতের মেহসানা ঝুলসান গ্রামের বাসিন্দারা। সুনীতা উইলিয়ামসের বাবা দীপক পান্ডিয়ার জন্ম এই গ্রামেই। ১৯৫৭ সাল পর্যন্ত সেখানেই ছিলেন তাঁরা। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনার কৃতিত্ব নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এতদিন ধরে মহাকাশে আটকে থাকলেও সুনীতাদের ফেরাতে যথাযথ পদক্ষেপ না করায় প্রাক্তন রাষ্ট্রপতি ডো বাইডেনকেও কটাক্ষ করেছেন তিনি।
২০২৪ সালের ৫ জুন বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে সুনীতা ও বুচ মহাকাশে যাত্রা করেছিলেন। ঠিক ছিল, ৮ দিন কাটিয়ে ফিরবেন তাঁরা। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় তাঁদের পৃথিবীতে ফিরতে পারেননি। আট দিনের জায়গায় ৯ মাস আটকে ছিলেন তাঁরা। তাঁদের ফিরিয়ে আনতে মিশন ক্রিউ-১০-এর উদ্যোগ নেয় নাসা ও এলন মাস্কের সংস্থা স্পেসএক্স। ফ্যালকন-৯ রকেটে পাঠানো হয় ড্রাগন স্পেস ক্র্যাফ্ট। সেই মহাকাশযানেই পৃথিবীতে ফিরলেন সুনীতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *