রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পাশ

রাজ্যের বাজেট পাশ

ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ১৮ মার্চঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ প্রত্যাশিতভাবেই বাজেটের রয়েছে নির্বাচনি অঙ্কের প্রতিফলন৷ অঙ্কের হিসাব মেনে গ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৪ হাজার ১৩৯ কোটি ৬৫ লক্ষ টাকা৷ শুধু গ্রাম নয়, পুর ও নগরোন্নয়ন খাতেও বরাদ্দ হয়েছে ভালো অর্থ৷ এই বিভাগে বরাদ্দ করা হয়েছে ১৩ হাজার ৩৮১ কোটি ২৯ লক্ষ টাকা।
২০২৫-২৬ অর্থবর্ষে জন্য ৭২ নম্বর দাবির ব্যয় বরাদ্দ নিয়ে বিধানসভায় আলোচনা অনুষ্ঠিত হয় ৷ পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পুর বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম ১৩,৩৮১.১৯ কোটি টাকা অনুমোদনের জন্য প্রস্তাব রাখেন। কিন্তু, বিজেপি এই আলোচনা বয়কট করলেও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তাঁর বক্তব্য রাখেন। শাসক দলের পক্ষ থেকে দেবাশিস কুমার, অপূর্ব সরকার, তাপস চট্টোপাধ্যায়, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও দেবব্রত মজুমদার বাজেটের পক্ষে সওয়াল করেন।
বিজেপির বয়কট প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বিরোধীরা শুধু সমালোচনাতেই ব্যস্ত, আলোচনায় অংশ নেয় না।” তিনি বিধায়কদের জল অপচয় রোধে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী ৷ ফিরহাদ হাকিম জানান, ২০১১ সালের তুলনায় বাজেট ৩.৫৬ গুণ বৃদ্ধি পেয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে উন্নয়ন চলছে। শহরাঞ্চলে ১২৮টি ওয়ার্ডের মধ্যে ১২৫ টিতে পানীয় জল পৌঁছেছে ৷ মা ক্যান্টিন প্রকল্প গরিবদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ অবৈধ নির্মাণ রোধে ইতিমধ্যে এক হাজার নোটিশ পাঠানো হয়েছে ৷ ৫০০টি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। রাজ্যের বাজেট পাশ রাজ্যের বাজেট পাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *