ডিজিটাল বেঙ্গল টিভি, মালদা, ওয়েব ডেস্কঃ রঙের উৎসবে রক্তাক্ত মালদহ। খুন পঞ্চায়েত সেক্রেটারি। ঘটনার সূত্রপাত জমি বিবাদ। আর তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল পঞ্চায়েত সেক্রেটারির এবং আহত দুই পক্ষের প্রায় ছয় জন। ঘটনা সূত্রে জানা গেছে মালদার ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলায় এলাকায় শনিবার বিকেলে দুই পরিবারের মধ্যে পুরাতন জমি বিবাদ কেন্দ্র করে হোলির উৎসবে গন্ডগোল বাঁধে। দুই পক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। ঘটনায় ধারালো অস্ত্রের খোপে মৃত্যু হয় কমল মণ্ডল নামের এক ব্যক্তির। মৃত ব্যক্তি ভূতনি থানার দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও দুই পক্ষের প্রায় ছয় জন আহত রয়েছে যার মধ্যে তিনজন আশঙ্কা জনক কে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা ভর্তি ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত কমল মন্ডলের পরিবারের সাথে ফেকন মন্ডলের পরিবারের দীর্ঘ দিনের জমি নিয়ে বিবাদ চলছিল। পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল বলে জানা গেছে। আর তারই জেরে শনিবার হঠাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ভূতনি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় ও ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনার তদন্ত শুরু করে পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কমল মন্ডলের মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় ভুতনি থানায় পুলিশ। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন।
রঙের উৎসবে মালদার ভূতনিতে বড় অঘটন

8qcs3w
Would you be involved in exchanging hyperlinks?
order amoxicillin for sale – https://combamoxi.com/ purchase amoxicillin
diflucan price – on this site fluconazole 200mg brand
cenforce 50mg price – order cenforce 100mg online cost cenforce 50mg
cialis how long does it last – https://ciltadgn.com/# when will teva’s generic tadalafil be available in pharmacies
cialis a domicilio new jersey – prescription for cialis generic tadalafil in us
viagra 50 mg for sale – 50mg viagra price viagra sale high street
This is the description of serenity I take advantage of reading. on this site