
ঔরঙ্গজেবের সমাধি ইস্যুতে উত্তপ্ত নাগপুর, আহত ২০
ওয়েব ডেস্ক, ডিজিটাল বেঙ্গল, ১৮ মার্চঃ মোগল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের নাগপুরে। ঔরঙ্গজেবের সমাধিস্থল অবস্থিত ছত্রপতি সম্ভাজিনগরে। সেখান থেকে সমাধি সরিয়ে নিতে হবে, এমন দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। সোমবার রাতে এই ইস্যুতে নাগপুরের মহল এলাকায় শিবাজি মহারাজের মূর্তির কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন…